আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে কোনওভাবেই দলে রাখা যাবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এহেন নির্দেশের পরেই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয় বাংলাদেশের তারকা ক্রিকেটারকে। তার পর থেকেই ঘটনাপ্রবাহ অন্য দিকে মোড় নেয়। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া বাংলাদেশ ক্রিকেটের অসম্মান বলে মনে করে বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বদলের জন্য আইসিসি-কে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না বাংলাদেশ। কিন্তু গলফ খেলতে কি ভারতে আসবে বাংলাদেশের গল্ফ খেলোয়াড়রা?
তিরাশির বিশ্বজয়ী দলের ক্যাপ্টেন এবং প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কপিল দেব নিখাঞ্জ মুখ খুললেন বাংলাদেশের গল্ফারদের ভারতের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে।
জামাল হোসেন, মহম্মদ সিদ্দিকুর রহমান ও মহম্মদ আকবর হোসেনের মতো বাংলাদেশের তারকা গল্ফাররা বেশ পরিচিত নাম। কিন্তু ভারতের মাটিতে হতে চলা কোনও প্রতিযোগিতায় তাঁরা অংশ নিতে পারবেন কিনা এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানান কপিল।
আইপিএল নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুরকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের ক্রিকেটভক্তদের নিশানায় চলে আসে আইপিএল ফ্র্যাঞ্চইজি কেকেআর।
বিসিসিআই-এর উপরে বাড়তে থাকে চাপ। উজ্জ্বয়িনীর ধর্মীয় নেতা হুমকি দেন মুস্তাফিজুরকে খেলানো হলে স্টেডিয়াম ভাঙচুর করা হবে।
বাড়তে থাকা চাপের মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় তারা যেন ছেড়ে দেয় বাংলাদেশের তারকা পেসারকে।
তার পর থেকেই পরিস্থিতি ঘোরাল হতে শুরু করে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল একপ্রকার হুমকি দিয়ে বলেন, ''গোলামির দিন শেষ।'' বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার জন্য অনুরোধ করেন তিনি। সরকারের মনোভাব জানার পরে বিসিবি আইসিসি-র কাছে বিশ্বকাপের ভেন্যু বদলের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ জারি করা হয়।
বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না বাংলাদেশ। কিন্তু পিজিটিআই নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি কপিল।
