আজকাল ওয়েবডেস্ক: ভারত সবাইকে স্বাগত জানায়। তবে ভারতে আসা, না-আসা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের উপরে নির্ভর করে।
মুস্তাফিজুর বিতর্কে ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং এহেন মন্তব্য করেছেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। তার পর থেকেই বাংলাদেশ জুড়ে চলছে সমালোচনা। সোচ্চার সেদেশের ক্রিকেটভক্তরা। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল বিসিবি-র কাছে অনুরোধ করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যেন ভারতের মাটিতে না আসে। সরকারের মনোভাব জানার পরই বিসিবি আইসিসি-র কাছে ভেন্যু বদলের জন্য আবেদন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর হাতে বিশেষ সময় নেই। এই প্রেক্ষিতে আইসিসি কী করে সেটাই দেখার। ভারতের প্রাক্তন অফস্পিনার বলছেন, ''গত কয়েকদিন ধরে যা ঘটছে, তার প্রেক্ষিতে বাংলাদেশ ভারতে এসে খেলতে চায় না। বাংলাদেশে যা হয়েছে তা ঠিক নয়। ওদের অনুরোধের প্রেক্ষিতে আইসিসি-কে সিদ্ধান্ত নিতে হবে। তবে ভারত সবাইকে স্বাগত জানায়। তবে এদেশে কেউ আসবে কিনা তা তাদের ব্যাপার।''
মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষ্মণ নেই। বাংলাদেশ আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করেছে। চতুর্দিক থেকে ভারত ও বিসিসিআই-এর উদ্দেশে উড়ে আসছে কটাক্ষ।
এমন আবহেই ভারতের একসময়ের ম্যাচ উইনার ভাজ্জি তাঁর ইউটিউব চ্যানেলে জানালেন তাঁর মতামত। বলে দিলেন, ভারত সবাইকে স্বাগত জানায়। সংশ্লিষ্ট দেশের উপরে নির্ভর করছে আসা, না-আসা।
