আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালটি ভারতের টেস্ট দলের জন্য খুব একটা ভাল যায়নি একেবারেই। ২০২৪ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মাঠে হোয়াইটওয়াশ, তারপর বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে বিজিটি হারতে হয় ভারতকে।

২০২৫ সালের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও টেস্ট জয়ের রেকর্ড গত বছরে খুব একটা ভাল নয় টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে।

গত ১৩ মাসের মধ্যে এটি ছিল দ্বিতীয়বার, যখন ঘরের মাঠে সম্পূর্ণ সিরিজ হারতে হল টিম ইন্ডিয়াকে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল ভারত।

২০২৬ সালে ঘুরে দাঁড়িয়ে ২০২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লক্ষ্যেই এবার নতুন কৌশল সামনে আনলেন টেস্ট অধিনায়ক শুভমান গিল।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিটি টেস্ট সিরিজের আগে অন্তত ১৫ দিনের প্রস্তুতি চেয়েছেন গিল। জানিয়েছেন, সিরিজ শুরুর অন্তত ১৫ দিন আগে থেকে ক্যাম্প করা হোক।

এক বিসিসিআই সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, ‘শুভমান খুব স্পষ্টভাবে বলেছেন যে টেস্ট সিরিজের আগে দলের আরও ভাল প্রস্তুতির প্রয়োজন। চলতি মরশুমে সূচি এমন ছিল যে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তাই তিনি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, টেস্ট সিরিজের আগে ১৫ দিনের রেড-বল ক্যাম্প হলে আদর্শ হয়।’

ওই সূত্র আরও জানায়, ‘শুভমান এখন নেতৃত্বে আরও দৃঢ়তা দেখাচ্ছে। নির্বাচক ও বিসিসিআইয়ের সামনে নিজের ভাবনা অনেক পরিষ্কারভাবে তুলে ধরছে। রোহিত শর্মার পর ভারতের একজন শক্তিশালী অধিনায়কের প্রয়োজন ছিল, আর টেস্ট ও ওডিআই—দু’টি দলই এখন শুভমানের অধীনে। তাই তার সিদ্ধান্তে বড় ভূমিকা থাকা জরুরি।’

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে ভারতের সূচি ছিল অত্যন্ত ব্যস্ত। দুবাইয়ে এশিয়া কাপ জয়ের মাত্র চার দিনের মধ্যেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল ভারত।

এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের মধ্যে ব্যবধান ছিল মাত্র ছয় দিন। ২০২৬ সালেও ভারতের সূচি প্রায় একই রকম ব্যস্ত হতে চলেছে, যেখানে একাধিক সাদা বলের সিরিজ রয়েছে।

ফলে প্রতিটি টেস্ট সিরিজের আগে ১৫ দিনের ক্যাম্প আয়োজন করা বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রেড-বল ক্যাম্প পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের ক্রিকেট প্রধান ভিভিএস লক্ষ্মণকে।

কারণ, দলের হেড কোচ গৌতম গম্ভীর অনেক সময় সাদা বলের সিরিজ চলাকালীন দলের সঙ্গে ব্যস্ত থাকতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে, ‘কিছু ক্ষেত্রে এমন হতে পারে, যখন গম্ভীর সাদা বলের দলের সঙ্গে ব্যস্ত থাকবেন, অথচ সামনে একটি টেস্ট সিরিজ রয়েছে। সেই সময় বোর্ড ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে সিরিজের ১৫ দিন আগে থেকে রেড-বল ক্যাম্প আয়োজন করতে পারে।’