আজকাল ওয়েবডেস্ক: টস ভাগ্য ভারতের সঙ্গে নেই। টানা ১৫ বার টসে হার। ওভালেও ভাগ্য ঘুরল না শুভমন গিলের। 

টেস্ট অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত একটিও টস জেতেননি। পাঁচবার হারলেন। সব ফরম্যাট মিলিয়ে টানা ১৫ বার টসে হার ভারতের। অদ্ভুত কাণ্ড। আপেক্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ৩২৭৬৮ বারের মধ্যে এটা মাত্র একবার হওয়া সম্ভব। কিন্তু হল টানা ১৫ বার। বেন স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন অলি পোপ। ইংল্যান্ডের অস্থায়ী অধিনায়কের বিরুদ্ধেও টসে জিততে পারলেন না গিল।

ওভালের মেঘাচ্ছন্ন আকাশে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পোপ। ইংল্যান্ডের অস্থায়ী অধিনায়ক হিসেবে প্রথমবার টস জিতলেন। টেস্টের ইতিহাসে এই নিয়ে ১৪তম বার পাঁচ ম্যাচের সিরিজেই টসে হার কোনও দলের। এর আগে একবিংশ শতাব্দীতে ২০১৮ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় এমন হয়েছিল। আগের ১৩ সিরিজের মধ্যে তিনটে ড্র হয়েছে। সব টস হেরে মাত্র একটি দলই সিরিজ জিততে সক্ষম হয়। ১৯৫৩ সালে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। 

আরও পড়ুন: মেসির রুদ্রমূর্তি, বিপক্ষের ফুটবলারের মুখের সামনে ছুড়লেন ঘুসি, ভাইরাল সেই মুহূর্ত

শুভমান গিলের এহেন দুর্ভাগ্যের জন্য ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন কিন্তু ভারতের প্রাক্তন হেডস্যর রবি শাস্ত্রীকে দায়ী করছেন। বলছেন, ''রবি টসগুলো কিন্তু তুমি করেছো। তুমিও এরজন্য দায়ী। তোমাকে বরখাস্ত করা উচিত। কয়েনটা যখন মাটিতে পড়ল, তখন কিন্তু গিল আর সেই দিকে তাকায়নি।'' 
টস জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং নেয়। এদিকে টসের সময়ে ভারতীয় দলে ক'টা পরিবর্তন হয়েছে, সেটা বলতে গিয়ে শুভমান গিল গুলিয়ে ফেললেন। তিনি ভুলে গেলেন বঙ্গপেসার আকাশদীপের কথা।

টসের পরে গিল জানান দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর ও জশপ্রীত বুমরাহর পরিবর্তে দলে এসেছেন যথাক্রমে ধ্রুব জুড়েল, করুণ নায়ার ও প্রসিদ্ধ কৃষ্ণ। 

কিন্তু অংশুল কম্বোজের পরিবর্তে যে বাংলার পেসার আকাশদীপ দলে ঢুকেছেন, সেকথা বলতেই ভুলে গেলেন গিল। ওভাল টেস্টে ভারতের চারটি পরিবর্তন। গিল বললেন তিনটি পরিবর্তনের কথা। 

?ref_src=twsrc%5Etfw">July 31, 2025

আকাশদীপের নাম উচ্চারণ না করায় ভক্ত ও ধারাভাষ্যকারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। টসের পরে ভারতের প্রথম একাদশ প্রকাশিত হলে বিভ্রান্তি দূর হয়। সবাই জানতে পারেন আকাশদীপ প্রথম একাদশে রয়েছেন। কিন্তু অর্শদীপ সুযোগ পেলেন না। সুযোগ পেলেন না কুলদীপ যাদবও। পাঁচটি টেস্ট হল, কিন্তু একটিতেও সুযোগ হল না বাঁ হাতি স্পিনারের। গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন। সঞ্জয় মঞ্জরেকর, সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন, এই দলটা কার? শুভমান গিল নাকি গৌতম গম্ভীরের? তাঁদের এই প্রশ্নের উত্তর অবশ্য কোনওদিনই পাওয়া যাবে না। 

আরও পড়ুন: 'তিনটি টেস্ট সিরিজ হেরে গেলে প্রবল চাপে পড়বে', গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ...