আজকাল ওয়েবডেস্ক: ওভালে পঞ্চম টেস্ট শুরু হয়েছে। ২-১-এ পিছিয়ে থেকে ওভাল টেস্টে নেমেছে ভারত। চাপ অনুভব কি করছেন ভারতের হেডস্যর গৌতম গম্ভীর? 

তিনি দায়িত্ব নেওয়ার পর ভারতীয় ক্রিকেটের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। এখনও পর্যন্ত গৌতম গম্ভীর কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়েও ভরাডুবি হয়েছে। তার পরে মরুশহরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বটে। কিন্তু ইংল্যান্ডের মাটিতে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন ভারতের হেডস্যর গৌতম গম্ভীরকে নিয়ে সন্দিহান। তিনি বলেছেন, ''দুটো সিরিজ পর পর হেরেছে ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০-এ হারার পরে বর্ডার-গাভাসকর ট্রফিতেও ৩-১-এ হার মানে ভারত। এবার যদি সিরিজ হারে তাহলে কিন্তু কোচ হিসেবে প্রবল চাপে পড়ে যাবে গম্ভীর।'' 

আরও পড়ুন: ৯৬১ দিনের অপেক্ষা! এবারও খুলল না কপাল, ইংল্যান্ড থেকে খালি হাতে ফিরছেন বাংলার তারকা

ভারতের ক্রিকেটভক্তরা কিন্তু মোটেও সহিষ্ণু নন। ম্যাচ জিতলে ঠিক আছে। হেরে গেলেই গোটা দেশ আলোড়িত হয়। সেই প্রসঙ্গের উত্থাপ্পন করে আথারটন বলছেন, ''ভারতের ক্রিকেটপ্রেমীরা একদমই ধৈর্যশীল নন। ভারত যখনই মাঠে নামবে, তখনই দল  জিতবে বলে আশা করা হয়। টানা তিনটি টেস্ট সিরিজ হেরে বসলে গম্ভীরের পক্ষে সমস্যা হয়ে যাবে।'' গম্ভীর জমানাতেই টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তার আগে অস্ট্রেলিয়া সফর চলাকালীন রবিচন্দ্রন অশ্বিন অবসর নেন। 

গৌতম গম্ভীরকে নিয়ে অসন্তোষ বাড়ছে। প্রাক্তন ক্রিকেটাররা গম্ভীরের তীব্র সমালোচনা শুরু করে দিয়েছেন। সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটার গম্ভীরের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। টানা পাঁচটা টেস্ট সিরিজ হয়ে গেল অথচ কুলদীপ যাদবকে সুযোগই দেওয়া হল না। গম্ভীরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই। অনেকেই বলছেন, সাজঘরে গৌতম গম্ভীরের মতো একজন ব্যক্তিত্বের উপস্থিতির জন্যই শুভমান গিলের পক্ষে একক ভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। 

গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে মঞ্জরেকরের। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে বলতে শোনা গিয়েছে, ''কখনও কখনও ব্যাটসম্যানদের ব্যাটিং ফর্ম দেখে অনেকেই মুগ্ধ হয়ে যান! কারণ কেউ কি অনুমান করতে পেরেছিলেন যে ওয়াশি টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বরে নেমে ব্যাটসম্যানের মতো ব্যাট করবে? জাদেজাও ৬ নম্বরে পুরোদস্তুর একজন ব্যাটসম্যানের মতো ব্যাট করবে। ঋষভ পন্থ দলে নেই। ভারতকে নিজেদের ব্যাটিং লাইন আপের উপরে আস্থা রাখতে হবে। আর কুলদীপ যাদবকে দলে ফিরে আসতে হবে। এই সিরিজে এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে অনেকেই কল্পনা করেছিলেন যে কুলদীপ ভারতীয় বোলিং আক্রমণের অংশ হবে।'' মঞ্জরেকর আরও বলেছেন, তিনি গৌতম গম্ভীরের ক্রিকেটীয় দর্শনে বিশ্বাসী নন। নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার জন্য গম্ভীর অন্য কাউকে খেলাতে চান না। প্রথম একাদশে একজন ভাল মানের বোলারের উপস্থিতি চান যে কুড়িটি উইকেট নিতে পারে।

আরও পড়ুন: ঠিকানা বদলাচ্ছেন লোকেশ রাহুল? কেকেআর-এর নজরে তারকা ক্রিকেটার, উঠতে পারে অধিনায়কের আর্মব্যান্ড...