আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্টের বল গড়াতে চলেছে শুক্রবার থেকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের তুরুপের তাস কে হতে পারেন? 

একদিকে বাজবল। অন্যদিকে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে লন্ডনে গিয়েছে ভারতীয় দল। তরুণ অধিনায়ক কী করেন সেটাই দেখার। 

টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের ওপেনার নিক নাইট মনে করেন, এবারের সিরিজে শুভমান গিলের  তুরুপের তাস হতে পারেন কুলদীপ যাদব। 

জশপ্রীত বুমরাহ যে কোনও দিন যে কোনও দলের কাছে আতঙ্ক। কিন্তু তিনি তো পাঁচটি টেস্টেই নামবেন না। ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার নিক নাইট মনে করেন, কুলদীপ যাদব পার্থক্য গড়ে দিতে পারেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাইট বলছেন, ''কুলদীপ যাদবকে খেলার জন্য আমি সব সুযোগ খুঁজব। কুলদীপের বিরুদ্ধে ইংল্যান্ডের লড়াই কঠিন হবে। যদি কুলদীপ তার খেলার শীর্ষে থাকে, তাহলে সিরিজের জন্য সেটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে কারণ ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে।'' 

কুলদীপ চায়নাম্যান বোলার। ইংরেজ ব্যাটসম্যানদের পক্ষে তাঁকে সামলানো কঠিন হয়ে যাবে। নাইট বলছেন, ''যখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে কেউ শুরু করে, তখন বল কোন দিকে ঘুরছে তা নিশ্চিত হতে হবে। যদি পিচ থেকে সামান্য সাহায্য পাওয়া যায় তাহলে কুলদীপ তার সমস্ত বৈচিত্র্য প্রয়োগ করতে সক্ষম হবে।'' কুলদীপের হাতে জাদুদণ্ড আছে কিনা তা বোঝা যাবে সিরিজের বল গড়ালে।