আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির আর্থিক অবস্থা ভাল নয়। অসুস্থ তিনি। এহেন কাম্বলি সম্পর্কে চাঞ্চল্যকর এক তথ্য দিলেন সলি অ্যাডাম। শচীন তেণ্ডুলকরকে ইয়র্কশায়ারে নিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছেন তিনি।
সেই অ্যাডাম বলেন, ''একদিন আমরা বসেছিলাম। ১০ জন ক্রিকেটার সেখানে ছিলেন। সবাই পার্টটাইম কাজ করতেন। ব্যতিক্রম ছিল শচীন ও কাম্বলি। মুম্বইয়ের এক ক্রিকেটার কাম্বলিকে জিজ্ঞাসা করে ওঠেন, প্রতি ম্যাচ পিছু তুমি ২৫ পাউন্ড করে রোজগার করো, তুমি পার্ট টাইম কাজ করো না কেন? কাম্বলির জবাব, টেস্ট ক্রিকেট খেলে আমি আর শচীন রোজগার করবো। পার্ট টাইম কাজ করে আমি আমার মনোযোগ নষ্ট করতে চাই না।''
কাম্বলির কথায় ফুটে উঠেছিল আত্মবিশ্বাস। সেই বিনোদ কাম্বলিই দেশে ফিরে এসে তাঁর বাবার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে বন্ধুদের পিছনে খরচ করেছিল। অর্থ সঞ্চয় কোনওদিনই করেনি কাম্বলি। বরং তা উড়িয়েছে।
দুর্দান্ত প্রতিভার অধিকারী ছিলেন কাম্বলি। কিন্তু নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি বাঁ হাতি তারকা। প্রতিভার অপচয় বলতে যা বোঝায়, তা করেছেন বিনোদ কাম্বলি। এখন তিনি আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন।
