আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের 'ক্যাপ্টেন কুল' হিসেবে পরিচিত তিনি। টেনশনের মাঝেও তিনি অদ্ভুত ভাবে শান্ত থাকেন। দুর্দান্ত সব সিদ্ধান্ত নেন। সেই সব সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আন্তর্জাতিক ম্যাচে অতীতে তা দেখা গিয়েছে। আইপিএলের দুনিয়াতেও তাই দেখা যায়। এহেন মহেন্দ্র সিং ধোনি নাকি মেজাজ হারিয়ে গালিগালাজ করে বসেছিলেন। শুনতে অবাক লগালেও এটাই সত্যি। ধোনি সম্পর্কে অজানা কথা ফাঁস করলে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার মোহিত শর্মা। ধোনি সম্পর্কে এই নেতিবাচক তথ্যটি একমাত্র তিনিই তুলে ধরলেন।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (সিএলটি২০) খেলার একটি মুহূর্ত প্রসঙ্গে মোহিত বলেন, "কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে সিএল টি২০-তে মাহি ভাই ঈশ্বর পাণ্ডেকে বল করার জন্য ডাকেন, কিন্তু আমার মনে হয়েছিল মাহি ভাই বোধহয় আমাকে ডেকেছেন।''
আরও পড়ুন: 'বিরাটের সঙ্গে সম্পর্কটাই ...', পুরনো ঘটনা নিয়ে অনুশোচনা তারকা ক্রিকেটারের
সেই ঘটনা প্রসঙ্গে মোহিত শর্মা বলে চলেন, ''আমি রান-আপ শুরু করে দিয়েছিলাম, কিন্তু মাহি ভাই বলে ওঠেন যে তিনি আমাকে বল করার জন্য ডাকেননি। তিনি ঈশ্বরকে ডাকার চেষ্টা করেছিলেন। এদিকে আম্পায়ার বলেন যেহেতু আমি রান-আপ শুরু করেছি, তাই আমাকে বোলিং চালিয়ে যেতে হবে। মাহি ভাই নিজের মেজাজ আর নিয়ন্ত্রণ করতে পারেননি। আমাকে গালিগালাজ করতে শুরু করে দেন।'' সেই ওভারে মোহিত উইকেটও নেন। কিন্তু তাতেও ধোনির রাগ কমেনি। মোহিত বলেন, "আমি প্রথম বলেই ইউসুফ পাঠানের উইকেট নিয়েছিলাম। উদযাপনের সময়, মাহি ভাই তখনও গালিগালাজ করে যাচ্ছিলেন।''
যে মাহিকে কেউ কোনওদিন মেজাজ হারাতে দেখেননি, সেই ক্রিকেটারকে রাগে অগ্নিশর্মা হতে দেখে কেমন লেগেছিল? মোহিত শর্মা সেই অভিজ্ঞতা শেযার করেছেন, "মাহি ভাই শান্ত স্বভাবের। সেই মাহি ভাই রেগে গিয়েছেন, একজন তরুণ ক্রিকেটার হিসেবে তা দেখা ভয়াবহ ছিল।''
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিঃশব্দে সরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় ছ'বছর হয়ে গেল তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন। এহেন ধোনিকে এবার ভারতীয় ক্রিকেটে বিশাল দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাহিকে অল ফরম্যাট মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ধোনিকে ভারতীয় দলের মেন্টর করা হয়েছিল। যদিও তা অল্প সময়ের জন্য। কিন্তু এবার ধোনির দায়িত্ব বাড়ছে। এর বিস্তার আরও বেশি।
এই ভূমিকা গ্রহণ করলে মহিলা ক্রিকেটার এবং তরুণদের তৈরি করবেন ধোনি। ভবিষ্যতের তারকা তৈরি হবে ধোনির হাত ধরেই। ক্রিকেটমহল মনে করে, তরুণদের নিয়ে ধোনি ভাল কাজ করেন। জাতীয় দল ও সিএসকে-তে ধোনি অনেক তরুণকে তৈরি করেছেন ভবিষ্য়তের জন্য। কিন্তু সূত্রের খবর, ধোনি এই ভূমিকা গ্রহণ করতে একেবারেই আগ্রহী নন।
রিপোর্ট অনুযায়ী, গৌতম গম্ভীর তিন ফরম্যাটের দায়িত্বে রয়েছেন। সেই কারণেই ধোনি এখন আর এত গুরুদায়িত্ব নিতে চান না। ধোনি ও গম্বীরের সম্পর্কের কথা সবারই জানা। সেই কারণেই ধোনি এই দায়িত্ব নিতে আগ্রহী নন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধোনি এখনই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবে সাড়া দিচ্ছেন না। বরং তিনি নিজেকে তৈরি করছেন পরবর্তী আইপিএল মরশুমের জন্য।
