আজকাল ওয়েবডেস্ক: কোকেইন কাণ্ডে ধৃত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ২২ মাসের তীব্র সংশোধন নির্দেশের পাশাপাশি ৪৯৫ ঘণ্টার সম্প্রদায় সেবার নির্দেশ দেওয়া হয়েছে। এটা একধরনের সংশোধনমূলক ব্যবস্থা যা অপরাধীকে সংশোধন করার জন্য কঠোর নিয়ম-কানুন এবং তত্ত্বাবধানের অধীনে রাখা হয়। দু'মাস আগে দোষী সাব্যস্ত হন ৫৪ বছরের অজি ক্রিকেটার। কিন্তু মামলার শুনানি স্থগিত ছিল। মে মাসে কোকেইন কেনাবেচার সঙ্গে যুক্ত হয়ে পড়েন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার। কিন্তু বড় আকারে মাদক সরবরাহের দায়ে ধরা পড়েনি তিনি। ২০২১ এপ্রিলে এক কেজির কোকেইন ডিল করতে গিয়ে ধরা পড়েন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার। মাদক সাপ্লাই করার অভিযোগে ধরা পড়েন।
কোর্টে শুনানির সময় জানা যায়, নিয়মিত একজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সিডনির নর্থ শোরে একটি রেস্তোরাঁর নীচে নিজের শালা মারিনো সোতিরোপৌলোসের সঙ্গে সেই মাদক ব্যবসায়ীর পরিচয় করিয়ে দেন। যদিও এই অভিযোগ স্বীকার করেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। কিন্তু পুলিশ দাবি করে, তাঁর অনুপস্থিতিতে এই ডিল হওয়া সম্ভব নয়। গতবছর অপহরণের মামলায় জড়ান ম্যাকগিল। কিন্তু অভিযুক্ত তাঁর দুই ভাই জানান, অজি তারকা নিজেই তাঁদের কাছে আসেন এবং মাদক সাপ্লাই করেন। এর আগে পুলিশ দাবি করেছিল, ম্যাকগিল পরিস্থিতির শিকার। কোনও মাদক পাচারের সঙ্গে যুক্ত নয়। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। শুক্রবার ডাউনিং সেন্টার ডিস্ট্রিক্ট কোর্টে তাঁর সাজা ঘোষণা করা হয়। জানা গিয়েছে, প্রাক্তন সতীর্থের সমর্থনে কোর্টকে চিঠি লেখেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া।
