আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে শেষমেশ অবসরই নিয়ে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাবতীয় অনুরোধ দূরে ঠেলে অস্তাচলে গেলেন কোহলি। বিদায়বেলায় ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, ''১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে যা শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের সঙ্গী।''  

কোহলির অবসরের পরে দেশের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল দুই প্রাক্তন অধিনায়কের সঙ্গে কোহলিরও বিরাট প্রশংসা করলেন। বললেন, ''সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড শক্ত করে। এমএস ধোনি বরফ শীতল নেতৃত্ব এনেছে এবং সাদা বলে প্রাধান্য দেখিয়েছে। কিন্তু কোহলি? কোহলি আগুন জ্বালিয়ে দিয়েছে। কোহলি সেই চিত্রনাট্য ছিড়ে ফেলে নতুন চিত্রনাট্য লেখে। সেই চিত্রনাট্যে ভারত বিদেশের মাঠে কেবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই নয়, তাদের কাছ থেকে জয়টাই প্রত্যাশিত ছিল।''

গুরু গ্রেগ ও সৌরভকে নিয়ে ভারতীয় ক্রিকেট একসময়ে উত্তাল হয়েছিল। সেই গ্রেগ কোহলির টেস্ট থেকে অবসরের দিন বিরাট প্রশংসা করলেন।