আজকাল ওয়েবডেস্ক: ২০১০ বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে নিশ্চিত গোল জেনে ইচ্ছাকৃত হ্যান্ডবল করে উরুগুয়েকে বাঁচিয়েছিলেন তিনি। পেনাল্টি পেয়েছিল ঘানা। সেই পেনাল্টি থেকে গোল করতে পারেনি আফ্রিকার দলটি। সুয়ারেজের বুদ্ধিমত্তায় বেঁচে গিয়েছিল উরুগুয়ে। 

এবার তাঁর বুদ্ধিমত্তায় বাঁচল একটি প্রাণ। সুয়ারেজের কাছ থেকে পারমর্শ পেয়ে  আত্মহত্যা করতে চলা এক ব্যক্তিকে উদ্ধার করল নিরাপত্তা রক্ষীরা। জীবনে প্রচুর গোল করে খবরের শিরোনামে এসেছেন। এবার সম্পূর্ণ অন্য কারণে উরুগুয়ের তারকা ফুটবলার খবর হলেন। গত সপ্তাহের ঘটনা এটি। ৪৯ বছর বয়সী এক ব্যক্তি ৬ মিটার উঁচ একটি গাছে উঠে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেন। সেই ব্যক্তি বলছিলেন, তাঁর সঙ্গীনী যদি তাঁর সঙ্গে দেখা করতে না আসেন, তাহলে তিনি আত্মহত্যা করবেন। কিছুতেই তাঁকে নিবৃত্ত করা যাচ্ছিল না। 

প্রায় ২০ ঘণ্টা ধরে চলে এই নাটক পর্ব। জরুরী ভিত্তিতে বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও  ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। বারংবার সেই ব্যক্তির কাছে অনুরোধ জানানো হয়। কিন্তু বরফ গলছিল না। উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজের বাড়ির কাছেই ঘটনাটি ঘটে। স্ত্রীর সঙ্গে হাঁটতে বেরিয়ে সুয়ারেজ নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন। 

সেই ব্যক্তির গলায় ঝোলানো ছিল দড়ি। অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করেন, তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই সেই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সুয়ারেজ সেই নিরাপত্তারক্ষীদের পরামর্শ দেন, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সহানুভূতিশীল হয়ে যেন কথা বলা হয়। জোরাজুরি করে কোনও লাভ হবে না। সুয়ারেজের কথামতো নিরাপত্তারক্ষীরাও সেই ব্যক্তির সঙ্গে শান্ত ভাবে কথা বলেন। সহানুভূতি দেখান তাঁর প্রতি। এতেই কাজ হয়। দীর্ঘ অনুরোধে পরে সেই ব্যক্তি গাছ থেকে নিচে নেমে আসেন।