আজকাল ওয়েবডেস্ক: মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে ফ্র্যাঞ্চাইজিকে এনে দিয়েছিলেন আইপিএল খেতাব। তার পরই গৌতম গম্ভীর জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় ক্রিকেটের হেডস্যার এখন বুঝতে পারছেন কাঁটার মুকুট পরে রয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করানো আর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার মধ্যে আকাশপাতাল পার্থক্য। ইতিমধ্যেই গম্ভীরের কোচিং একাধিক লজ্জার রেকর্ড গড়া হয়ে গিয়েছে ভারতের।

ভারতের দায়িত্ব গ্রহণ করেই শ্রীলঙ্কার মাটিতে দল নিয়ে গিয়েছিলেন গৌতম গম্ভীর। সেখানে ২৭ বছর পরে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হার মানেন শ্রীলঙ্কার কাছে। প্রথমবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর কোচিংয়ে  ৩০টি উইকেট খোয়ায় ভারত। ৪৫ বছর পরে ক্যালেন্ডার ইয়ারে ওয়ানডেতে জয়হীন থেকেছে ভারত। ৩৬ বছর পরে দেশের মাটিতে ভারত টেস্ট ম্যাচ হারে নিউজিল্যান্ডের কাছে। ১৯ বছর পরে চিন্নাস্বামীতে ভারত কোনও টেস্টে হার মানল। বারো বছর এবং ১৮টি সিরিজের পরে ঘরের মাঠে টেস্ট সিরিজে আত্মসমর্পণ ভারতীয় দলের। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ খোয়াল টিম ইন্ডিয়া। ভারতে খেলতে এসে কোনও দল প্রথমবার ৩-০-এ চুনকাম করে গেল টিম ইন্ডিয়াকে।  

বিরাট-রোহিত সমালোচিত হচ্ছেন। সমালোচনা শুরু হয়ে গিয়েছে গম্ভীরকে নিয়েও। সমর্থকরা প্রশ্ন তুলেছেন তাঁর কোচিং স্ট্র্যাটেজি নিয়েও। বারংবার তাঁকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর জাতীয় দল এক নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চিন্তাভাবনা থেকে তাঁকে বেরিয়ে আসতে হবে। 

গৌতম গম্ভীরকে কড়া বার্তা দিয়েছেন দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি জানান, নিউজিল্যান্ড ঘরের মাঠে এসে ভারতে সহজেই হারিয়েছে। এটা চিন্তার বিষয়। গৌতম সদ্য দায়িত্ব নিয়েছে। আশা করি ও দ্রুত শিখে নেবে।

রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলিয়েছেন গম্ভীর। আরও কঠিন পরীক্ষায় বসতে হবে তাঁকে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ ভারতের কাছে বড় পরীক্ষার মঞ্চ। গম্ভীরের কোচিংয়ে স্যার ডনের দেশে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে? উত্তরটা আপাতত সময়ের গর্ভে।