আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলা শুরু করেছিলেন। সময়টা তখন ১৯৯৫। তার ঠিক  ২ বছর পর থেকে পেশাদার ফুটবলে যাত্রা শুরু। সময় যত এগোল ততই শাখাপ্রশাখা মেলে ধরলেন তিনি। সেই ফাবিও এখনও খেলে যাচ্ছেন। এখনও গোল বাঁচাচ্থাছেন। এখনও রেকর্ড গড়ছেন। কথায় বলে, বয়স কেবল একটা সংখ্যামাত্র। আগামী মাসেই তাঁর ৪৫ বছর বয়স হবে। বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এখনও খেলে যাচ্ছেন তিনি। ছুঁয়ে ফেলছেন রেকর্ড। এবার তিনি ছুঁয়ে ফেললেন ইংল্যান্ডের প্রবাদপ্রতিম গোলকিপার পিটার শিল্টনকে।  

ব্রাজিলের শীর্ষ লিগে শনিবার ফ্লুমিনেন্সের হয়ে নেমে ইতিহাস তৈরি করেন ফাবিও। কেরিয়ারের ১,৩৯০-তম ম্যাচ খেলে ফেললেন তিনি। এই সংখ্যক ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের গোলকিপার শিল্টনও। শিল্টন নাম উচ্চারিত হলেই মনে পড়ে মেক্সিকো বিশ্বকাপের আর্জেন্টিনা ম্যাচ। মারাদোনা গোল করছেন হাত দিয়ে। কেউ দেখেননি। একমাত্র শিল্টন দেখেছিলেন মারাদোনা হাত দিয়ে গোল করেছেন। সেই শিল্টনকে ছোঁয়া বড় কঠিন। ফাবিওর রেকর্ড গড়ার ম্যাচ জেতে ফ্লুমিনেন্স। ফোর্টালিজাকে ২-১ গোলে হারায় ফাবিওর দল। পরের ম্যাচেই ফাবিও ছাপিয়ে যাবেন শিল্টনকে। 

আরও পড়ুন: বছরে কত টাকা আয় শচীনপুত্রের? কত সম্পত্তির মালিক অর্জুন?

রেকর্ড ছুঁয়ে ফাবিও বলেই ফেলেন, ''ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। সবাইকে কৃতজ্ঞতা জানাই। এই ম্যাচগুলো ছিল খুবই কঠিন। আমরা শক্তিশালী দলগুলির বিরুদ্ধে লড়েছি। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাই।'' 

১৯৯৭ সালে উনিয়াও বান্দেরাঞ্চের হয়ে পেশাদার ফুটবলে ফাবিওর পরিক্রমা শুরু। দীর্ঘ কেরিয়ারে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন তিনি ক্রুজেইরোর হয়ে। ২০০৫ থেকে ২০২১ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ৯৭৬টি ম্যাচ। ২০২২ সাল থেকে ফ্লুমিনেন্সের হয়ে খেলেন এখনও পর্যন্ত ২৩৪ ম্যাচ।

রেক্রড ভাঙলেও ব্রাজিলের বাইরের ক্লাবে কখনও খেলেননি তিনি। ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেললেও দেশের জার্সিতে খেলা হয়নি। বয়সভিত্তিক দলে রোনাল্ডিনহো, জিওভানিরা ছিলেন তাঁর সতীর্থ। এই শিল্টন বলেছিলেন, তাঁর রেকর্ড ছোঁয়ার কাছাকাছি ফাবিও। রেকর্ড করতে পারলে সবার আগে তাঁকেই অভিনন্দন জানাবেন তিনিই। 

 শিল্টন নিজে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁর ম্যাচ সংখ্যা ১,৩৮৭টি। কিন্তু অন্যান্য রেকর্ডের হিসেব অনুযায়ী ম্যাচের সংখ্যা হবে ১,৩৯০।

ফাবিও এখনও ফ্লুমিনেন্সের প্রথম পছন্দের গোলকিপার। ম্যাচের পর ম্যাচে তিনি গোল আগলাচ্ছেন। আগামী দিনে ফ্লুমিনেন্সের হয়ে আরও ম্যাচ খেলবেন তিনি। আরও রেকর্ড গড়বেন ফাবিও। 

আরও পড়ুন: ক্রিকেটের ধারণা বদলে দিচ্ছেন জর্ডন কক্সের মতো ব্যাটারা, রেকর্ড গড়লেন, বোলারদের রাতের ঘুম কেড়ে নিলেন ...