আজকাল ওয়েবডেস্ক: ফিট শ্রেয়স আইয়ার। সম্পূর্ণ সুস্থ হয়ে আবার মাঠে ফিরছেন তারকা ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচের জন্য সোমবার শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করা হল। চোটের জন্য ছিটকে যান শার্দূল ঠাকুর। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন শ্রেয়স। গত বছর অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে গুরুতর চোট পান। মৃত্যুর মুখ থেকে ফেরেন। প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকার পর বাইশ গজে ফিরছেন। সোমবার মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাতিল বলেন, 'শার্দূল চোট পেয়েছে। ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের শিবম দুবে, সূর্যকুমার যাদবরা আছে। বাকি ম্যাচের জন্য শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা হয়েছে।' যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে শার্দূলের চোটের ধরন জানানো হয়নি। তবে সবটাই নির্ভর করবে শ্রেয়সের ফিটনেসের ওপর।
১১ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। সেই দলে আছেন শ্রেয়স। অন্য দুটো ম্যাচ রাজকোটে ১৪ জানুয়ারি এবং ইন্দোরে ১৮ জানুয়ারি। একটি বিবৃতিতে এমসিএ সচিব ড. উন্মেশ খানভিলকর বলেন, 'শার্দূল ঠাকুরের জায়গায় শ্রেয়স আইয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবে। চোটের জন্য বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে শার্দূল।' মঙ্গলবার গ্রুপ সি-তে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইকে নেতৃত্ব দেবেন শ্রেয়স। তারপর ৮ জানুয়ারি পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ। বিজয় হাজারে ট্রফির নকআউট ম্যাচগুলো ১২ থেকে ১৮ জানুয়ারি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে হবে।
