আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর কাঠগড়ায় তুলেছেন কেরল ক্রিকেট সংস্থাকে। এবার সঞ্জুর বাবা বিশ্বনাথ তোপ দাগলেন সেই রাজ্য সংস্থার বিরুদ্ধেই। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যামসনের বাবা বিশ্বনাথ বলেছেন, ''কেসিএ-র ভিতরে এমন কিছু লোক রয়েছেন, যাঁরা আমার ছেলের বিরুদ্ধে। আগে রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কোনও মন্তব্য করিনি। কিন্তু এবার বলতে বাধ্য হলাম। সঞ্জুর মতো অনেকেই ক্যাম্পে যোগ দেয়নি। কিন্তু তারা দলে সুযোগ পেয়েছে।''
কেরল ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জয়েশ জর্জ বলেছিলেন, মাত্র এক লাইন মেসেজ করে দায়সাড়া ভাবে সঞ্জু জানিয়েছিল তিরিশ জনের প্রস্তুতি শিবিরে ও থাকতে পারবে না।
সঞ্জুর বাবা আরও বলেন, ''শুধু জয়েশ জর্জ বা বিনোদ এস কুমার নন, রাজ্য ক্রিকেট সংস্থার কয়েকজন ক্ষুদ্র ব্যক্তি রয়েচেন যারা সব বিষয়কে বিষাক্ত করে তোলেন। আমরা ক্রীড়াবিদ। কিন্তু খেলা নিয়ে বিজনেস করতে চাই না। আমরা যেটা চাই তা হল, আমার ছেলেকে খেলার ন্যায্য সুযোগ দেওয়া হোক। যদি কোনও ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে খুল্লমখুল্লা আলোচনা করতেও রাজি আমরা।''
এদিকে রাজনীতিবিদ শশী থারুর তারকা ক্রিকেটার সঞ্জুর কেরিয়ার ধ্বংস করার পিছনে কেরল ক্রিকেট সংস্থাকে দায়ী করেন। সোশ্যাল মিডিয়ায় থারুর লিখেছেন, ''সঞ্জু স্যামসন এবং কেরল ক্রিকেট সংস্থার সেই আখ্যান চলছেই। সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফির মাঝে অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে পারবে না বলে দুঃখপ্রকাশ করে মেল পাঠিয়েছিল। তবুও তাঁকে দলে নেওয়া হল না। এখন জাতীয় দল থেকেই বাদ দেওয়া হল সঞ্জুকে।''
