আজকাল ওয়েবডেস্ক: খেলরত্ন পুরস্কারের জন্য বিবেচিত হলেন না প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের। 

এর পরেও তাঁকে অগ্রাহ্য করা হল। হতাশায় ভেঙে পড়ার অবস্থা মনুর। তাঁর বাবা মনে করছেন, মেয়েকে ক্রিকেটার বানালেই বোধহয় ভাল করতেন । 

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ক্রীড়ামন্ত্রক ও খেলরত্নের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা যে কমিটি তৈরি করে, তাদের বিঁধে মনুর বাবা বলেছেন, ''শুটিংয়ে মনুকে দিয়েই আমি ভুল করেছি। আমি ওকে ক্রিকেটার বানালেই ভাল করতাম। তাহলে সব সম্মান এবং পুরস্কার পেত মনু। বলতে পারেন, দেশের জন্য আর কী করতে পারে আমার মেয়ে? মনুর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া উচিত  সরকারের। আমার সঙ্গে মনুর কথা হয়েছে। গোটা বিষয়টায় ও হতাশ হয়েছে। মন বলেছে, অলিম্পিকে আমার যাওয়া উচিত হয়নি, দেশের জন্য পদক জেতাও ঠিক হয়নি। আমার ক্রীড়াবিদ হওয়াই উচিত হয়নি।''  

নিয়ম অনুযায়ী, কোনও ক্রীড়াবিদ যদি পুরস্কারের জন্য আবেদন না করেন, সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদ যে খেলার সঙ্গে যুক্ত, সেই সংস্থাই আবেদন করে। কিন্তু ভাকেরের ক্ষেত্রে এরকম করা হয়নি। এর আগে মহম্মদ সামি যখন অর্জুন খেতাব পান, তখন তিনি আবেদন করেননি। আবেদন এসেছিল বিসিসিআইয়ের কাছ থেকে। 


খেলরত্ন পুরস্কারের জন্য মনু নিজের নাম ওয়েব পোর্টালে নথিভুক্ত করেননি বলেই অভিযোগ। যদিও প্যারিসে পদকজয়ী শুটার জানান, তিনি পোর্টালে পুরস্কারের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। প্রতিবেদনে প্রকাশিত সূত্রের বক্তব্য, ''মনু বলেছে, ও নাকি পোর্টালে নাম তুলেছে। যদি তাই হতো, তাহলে কমিটি ওর নাম বিবেচনা করত। পরিস্থিতি যাই হোক না কেন, ফেডারেশন ক্রীড়ামন্ত্রকের কাছে আবেদন করেছে, এমনকী সংশ্লিষ্ট আধিকারিককেও অনুরোধ করেছে, মনুর নাম যেন অন্তর্ভুক্ত করা হয়।''