আজকাল ওয়েবডেস্ক: আধুনিক ক্রিকেটে জনপ্রিয়তার তালিকায় ওপরের সারিতে থাকবে রোহিত শর্মার নাম। শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য নয়, ফ্যানদের সঙ্গে আচরণের জন্যও ভালবাসার পাত্র হিটম্যান। প্র্যাকটিস সেশন চলাকালীন সময় বের করে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন, অটোগ্রাফ দেন। কোনও ফ্যানকে অগ্রাহ্য করেন না। কিন্তু এবার হঠাৎই হিতে বিপরীত। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে গাড়ির ভেতরে থাকা রোহিতকে ঘিরে ধরেন দু'জন ফ্যান। তাঁদের উদ্দেশে হাত নাড়ান প্রাক্তন অধিনায়ক। গাড়ির জানলার বাইরে হাত বাড়িয়ে দেন। তখনই তাঁর সঙ্গে হাত মেলান এক সমর্থক। তারপর দু'জনেই সেলফি তোলার জন্য তাঁর হাত টেনে ধরে। তাতেই চটে যান। তাঁদের আচরণে ক্ষুব্ধ হন রোহিত। গাড়ির কাঁচ তুলে দেওয়ার আগে সমর্থকদের সতর্ক করেন। দেখেই বোঝা যায়, রেগে আছেন। সাধারণত মেজাজ হারান না। সকলের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায় তাঁকে। কিন্তু সেদিন নিজেকে আটকাতে পারেননি। 

বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে আছেন রোহিত। মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে ১৫৫ রান করেন। কিন্তু উত্তরাখণ্ডের বিরুদ্ধে পরের ম্যাচে শূন্য রানে আউট হন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে চাইবেন। ১১ জানুয়ারি তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। ২০২৫ রোহিতের জন্য উল্লেখযোগ্য বছর। বড় রানের পাশাপাশি একাধিক রেকর্ড ভাঙেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথমবার একনম্বর ব্যাটার হন। ২০,০০০ আন্তর্জাতিক রান সম্পূর্ণ করেন। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করেন। তাঁর পাওয়ার হিটিংয়ের সঙ্গে কোনও তুলনা নেই। একদিনের ক্রিকেটে ছয়ের রেকর্ডে শহিদ আফ্রিদিকে ছাপিয়ে যান। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েন। ২৭৯ ম্যাচে রোহিতের ছয়ের সংখ্যা ৩৫৫। চলতি বছর ১৪ ইনিংসে তাঁর রান ৬৫০। গড় ৫০। স্ট্রাইক রেট একশোর বেশি। তারমধ্যে রয়েছে দুটো শতরান এবং চারটে অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ১২১। বোর্ডের নির্দেশে বেশ কয়েকবছর পর এবার বিজয় হাজারে ট্রফিতে অংশ নেন রোহিত।