আজকাল ওয়েবেডেস্ক: চোট আর নেইমার সমার্থক হয়ে গিয়েছেন।  ২০২৩ সালের বিশাল অঙ্কের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে সই করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 
সৌদির ক্লাবে সই করলেও বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে নেইমারকে। মাত্র সাতটি ম্যাচে খেলেন তিনি। 

২০২৪ সালে মাত্র দু'টি ম্যাচে নেমেছিলেন নেইমার। মাত্র ৪২ মিনিট মাঠে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। এই ৪২ মিনিট খেলে নেইমার উপার্জন করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো। প্রতি মিনিটের জন্য নেইমার আয় করেছেন  প্রায় ২৪ লাখ ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ কোটি টাকা। 

নেইমাররের সঙ্গে চুক্তি আর নবীকরণ করবে না আল হিলাল। এমনটাই শোনা যাচ্ছে। এক সময়ে তাঁকে নিয়ে জল্পনা চলছিল, ইন্টার মায়ামিতে মেসি-সুয়ারেজের সঙ্গে দেখা যাবে নেইমারকে। কিন্তু ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ার ম্যাসচেরানো জানিয়ে দিয়েছেন, নেইমারকে আনা কার্যত অসম্ভব। 

এদিকে শোনা যাচ্ছিল নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে স্যান্টোস। শেষ পর্যন্ত নেইমার কোন দলে সই করেন সেটাই দেখার।