আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ারকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। এরপরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার উঠে এল আরও এক তথ্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিষেক নায়ারকে সরানোর ক্ষেত্রে গম্ভীর নাকি কোনও আপত্তি তোলেননি।
প্রসঙ্গত, গম্ভীর হেড কোচ হওয়ার পর তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ বেছে নিয়েছিলেন। অভিষেক নায়ারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে কাজ করেছেন গম্ভীর। তাই তাঁকে নেওয়ার পাশাপাশি মরনি মরকেল ও রায়ান টেন ডশকাটেকেও টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফে যোগ করেন গম্ভীর।
শোনা যায়, বর্ডার গাভাসকার ট্রফিতে ভারতের বিপর্যয়ের পর বিসিসিআই গম্ভীরের সাপোর্ট স্টাফ দলে কাটছাঁট করার পরিকল্পনা করেছিল। গম্ভীর কিন্তু তখন এর কোনও বিরোধিতা করেননি। বরং গম্ভীর চিন্তিত ছিলেন মরকেল বা ডশকাটেকে না সরিয়ে দেওয়া হয়। এই দু’জনকেও গম্ভীর এনেছিলেন।
বোর্ড সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নায়ারের অপসারণ নিয়ে গম্ভীর কোনও কথা বা আপত্তি তোলেননি। বরং মরকেল ও ডশকাটেকে রাখার জন্য বোর্ডের কাছে সুপারিশ করে গিয়েছেন। যাতে ওঁদের এত তাড়াতাড়ি ছেড়ে না দেওয়া হয়।’
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বিসিসিআই বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের মতামতও নিয়েছে। তাঁরা নাকি জানিয়েছেন ড্রেসিংরুমে নায়ারের ভূমিকায় তাঁরা খুশি নন। কিছুদিন আগেই বোর্ড জানায়, নায়ারের চুক্তি আর বাড়ানো হচ্ছে না।’
তিন বছরের মেয়াদ হয়ে যাওয়ায় ফিল্ডিং কোচ টি দিলীপ ও স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও আর রাখা হয়নি। এখন শোনা যাচ্ছে আড্রিয়ান লে রু’কে ফের ফিরিয়ে আনা হতে পারে। যিনি আগে টিম ইন্ডিয়ার স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ ছিলেন।
