আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের কোচ হলেন মাইক হেসন। সাদা বলের ক্রিকেটে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইক হেসনের নামই আলোচনায় ছিল পিসিবির। শেষ অবধি তাঁকেই দায়িত্ব দেওয়া হল।
 
 নিউজিল্যান্ড সিরিজের পরেই আকিব জাভেদ অন্তর্বর্তী কোচের পদ থেকে সরে যান। তখন থেকেই জল্পনা চলছিল যে হয়ত হেসনকেই দায়িত্ব দেওয়া হবে। কারণ পিসিবি পূর্ণ সময়ের কোচ চাইছিল। 
 
 বিদেশি কোচের উপরেই দায়িত্ব দিতে চাইছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আলোচনায় ছিল তিন জন। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন কাটিচ, নিউজিল্যান্ডের মাইক হেসন ও কিউয়িদের বর্তমান ব্যাটিং কোচ লুক রনচি। কিন্তু শিকে ছিঁড়ল হেসনের। কারণ অতীতে আন্তর্জাতিক দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে হেসনের। এছাড়া বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তিনি কোচিং করিয়েছেন। ছিলেন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট।
 
 পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচের পদে ছিলেন হেসন। গত কয়েক বছরে হেসনের কোচিং কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল। যদিও অতীতে বিদেশি কোচদের সঙ্গে একটা সময়ের পর সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল পিসিবির। তালিকায় আছেন গ্যারি কার্স্টেন, জেসন গিলেসপিরা। দেশীয় কোচ আকিব জাভেদও আর থাকেননি। তবে জাভেদকে পিসিবি হাই পারফরম্যান্স ডিরেক্টর নিযুক্ত করেছে। 
 
 পাকিস্তানের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। এখান থেকেই কাজ শুরু হবে হেসনের। 
