আজকাল ওয়েবডেস্ক:‌ সাবধান হয়ে যাও। নইলে পৃথ্বী শ’‌র মতো অবস্থা হবে। 


যশস্বী জয়েসওয়ালকে এভাবেই সাবধান করে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। 


আইপিএলে সেভাবে রান পাচ্ছেন না যশস্বী। শুধু তাই নয়, বর্ডার গাভাসকার ট্রফি থেকে ফেরার পরেই যেন ফোকাস হারিয়ে ফেলেছেন যশস্বী। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে রান পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও  সুযোগ মেলেনি। 


২০২৩ সালটা দুর্দান্ত গিয়েছিল যশস্বীর। বাঁহাতি ব্যাটার যেন এখন ফোকাসটাই হারিয়ে ফেলেছেন। ঠিক যেমন হারিয়ে ফেলেছিলেন পৃথ্বী শ। একটা সময় পৃথ্বীকে দেশের অন্যতম সেরা তরুণ ক্রিকেটার বলা হত। টেস্টে নেমেই শতরান করেছিলেন। দেশের হয়ে পাঁচ টেস্টে ৩৩৯ রান করেছেন। একটা শতরানের পাশাপাশি আছে দুটি অর্ধশতরানও। দেশের হয়ে ৬টা ওয়ানডেও খেলেছেন। তবে সফল হননি। আর একটা টি২০। ব্যর্থ। তখন থেকেই ফোকাস হারাতে শুরু করেছিলেন। চোট, বেলাগাম জীবনযাত্রা তাঁকে ক্রিকেট থেকে অনেকটাই সরিয়ে দিয়েছে। আন্তর্জাতিক তো দূর, এখন ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়না পৃথ্বীকে।


সেই অবস্থা যশস্বীর না হয়। এমনটাই আশঙ্কা বাসিত আলির। প্রাক্তন পাক ক্রিকেটার বলেছেন, ‘‌মনে হচ্ছে যশস্বীর পেট ভরে গেছে। জয়েসওয়াল ক্রিকেটে মন দিচ্ছেন না। ক্রিকেট তোমাকে যেমন আনন্দ দেবে। তেমন কাঁদিয়েও ছাড়বে। পৃথ্বী শ’‌কে দেখে শেখো। ক্রিকেটকে ভালবাসো। আরও আবেগ নিয়ে এস।’‌


প্রসঙ্গত, আইপিএলে এখনও পর্যন্ত একটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন যশস্বী। সানরাইজার্সের বিরুদ্ধে ৬৭ করেছিলেন। এছাড়া আর রান নেই। বুধবার গুজরাটের বিরুদ্ধে করেছেন মাত্র ৬।