আজকাল ওয়েবডেস্ক: টেস্ট থেকে আচমকা অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। শোনা যায় বোর্ড নাকি বিরাটকে অনুরোধ করেছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। কিন্তু বিরাট রাজি হননি। গত সোমবারই অবসরের কথা ঘোষণা করে দেন।
এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর দাবি, বিসিসিআই এবং নির্বাচকদের কাছ থেকে আশানুরূপ সমর্থন পাননি বলেই হয়ত অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন বিরাট। প্রসঙ্গত, রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ার পাঁচ দিনের মাথায় সরে যান বিরাটও। কাইফ বলেছেন, ‘আমার মতে বিরাট টেস্টে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। বিসিসিআইয়ের সঙ্গে বিরাটের নিশ্চয়ই কিছু কথা হয়েছিল। নির্বাচকরা সম্ভবত বিরাটকে বলেছিলেন গত পাঁচ ছয় বছরে টেস্টে তাঁর যা রান তাতে ইংল্যান্ড সিরিজের দলে জায়গা নাও হতে পারে। যদিও পর্দার পিছনের ঘটনা হয়ত কোনওদিন প্রকাশ্যে আসবে না। তাই সত্যিটা জানা খুব মুশকিল।’
এরপরই কাইফের সংযোজন, ‘বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যর্থতার পর বিরাট রঞ্জি ট্রফিও খেলেছিল। মনে হয়েছিল টেস্টে আবার রান করার জন্য মরিয়া বিরাট। মনে হয় গত কয়েক সপ্তাহে কিছু ঘটনা ঘটেছে। হয়ত বোর্ড ও নির্বাচকদের থেকে সেই সমর্থন পায়নি। তাই টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল।’
কাইফ আরও যোগ করেছেন, ‘বর্ডার গাভাসকার ট্রফিতে বিরাটকে দেখে মনে হয়েছিল রান করার জন্য বড্ড তাড়াহুড়ো করছে। টেস্টে উইকেট কামড়ে পড়ে থাকতে হয়। অতীতে যা বারবার বিরাট করেছে। কিন্তু বারেবারে অফস্টাম্পের বাইরের বল তাড়া করে আউট হওয়ায় মনে হল ধৈর্য হারিয়ে ফেলেছে।’ এরপরই যোগ করেছেন, ‘বিরাট হয়ত ভেবেছিল টেস্ট কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছে। আগে ধৈর্য দেখাত। কিন্তু ইদানিং সেটা দেখা যাচ্ছিল না। বারবার স্লিপে আউট হতেই বোঝা যাচ্ছিল ঘণ্টার পর ঘণ্টা উইকেটে আর থাকতে চাইছে না।’
রোহিতের সিদ্ধান্তে চমকে না গেলেও বিরাটের সিদ্ধান্তে যে তিনি অবাকই হয়েছেন একথা জানাতে ভোলেননি কাইফ।
