আজকাল ওয়েবডেস্ক: রোহিতের উপর ভয়ানক ক্ষেপে গিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। মাত্র ১২ থেকে ১৫ রান করেই আউট হয়ে যাচ্ছেন রোহিত শর্মা। এত অল্পে কেন সন্তুষ্ট হবে টিম ইন্ডিয়ার অধিনায়ক? এটাই বলতে চেয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার।
চোটের জন্য একটা ম্যাচ খেলতে পারেননি। কিন্তু আরসিবি ম্যাচে ফিরেই রোহিত করেন মাত্র ১৭। বারবার এত অল্প রানে আউট হয়ে যাওয়ায় শাস্ত্রী থেকে ইয়ান বিশপরা বেশ বিরক্ত।
ইয়ান বিশপ তো বলেই দিয়েছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের ব্যাট থেকে আরও রান চায়। মাত্র ১২–১৫ রানে থেমে গেলেই চলবে না।’ শাস্ত্রীও মনে করছেন ভাল শুরু করে দ্রুত আউট হয়ে যাচ্ছেন রোহিত। যা মোটেও কাম্য নয়। শাস্ত্রীর কথায়, ‘রোহিতকে ধারাবাহিক দেখতে চাই। একটা দলকে তখনই উজ্জ্বল দেখায় যখন ওপেনাররা রান পায়। রোহিতের থেকে এবার অন্তত ৪০০ থেকে ৬০০ রান চাই। এই ১২ বা ১৫ গুলোকে ৪০ কিংবা ৬০ রানে নিয়ে যেতে হবে।’
যদিও মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে রোহিতের পাশে রয়েছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ‘একটা দুটো ম্যাচ বাদে বাদেই কারও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন এলে বিরক্ত আসা স্বাভাবিক। আমি তো রোহিতের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ইনিংসটাই মনে রেখেছি। রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশে রয়েছে দল। তাছাড়া মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই সিনিয়রদের সম্মান দেয়। দলের কোর গ্রুপকে গুরুত্ব দেওয়া হয়। শুধু এটুকুই বলতে পারি রোহিতের রানে ফেরা সময়ের অপেক্ষা।’
