আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে ভারতের দুরন্ত ফিরে আসাকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। ভারতের এই জয়ের রূপকার অনেকে। শুভমান গিল, আকাশদীপ।
শুভমান গিল প্রথম ইনিংসে ২৬৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন।
অন্য দিকে আকাশদীপ দুই ইনিংস মিলে ১০ উইকেট নেন। প্রথম ইনিংসে চারটির পরে দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।
ম্যাচ জেতার অন্যতম কারিগরও তিনি। এই জয় তিনি উৎসর্গ করছেন তাঁর দিদিকে। আকাশদীপের দিদি গত দু'মাস ধরে ক্যানসারে আক্রান্ত। খেলার শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে আকাশদীপকেবলে শোনা গিয়েছে, তিনি তাঁর দিদির মুখে হাসি ফোটাতে চান। যখনই বল হাতে তিনি দৌড়ন, তখনই দিদির লড়াইয়ের কথা তাঁর স্মরণে আসে।
The Poms do have a sense of humour : “Akash Deep Akash Deep Bowling England Out Akash Deep” (In Let It Be tune) pic.twitter.com/TpVZ5QrZaB
— Sameer (@BesuraTaansane)Tweet by @BesuraTaansane
দুই ইনিংস মিলিয়ে টেস্টে ১০ উইকেট নিয়ে ভারতের জয়ে বড়সড় অবদান রাখেন আকাশ।
আকাশদীপের প্রশংসায় সবাই।
এর মধ্যে আকাশকে নিয়ে গান তৈরি করেছেন এক ইংল্যান্ড সমর্থক। এজবাস্টন টেস্ট শেষ হওয়ার পর স্টেডিয়ামের বাইরে এক ইংল্যান্ড-ভক্ত গান গেয়ে শুভেচ্ছা জানান আকাশকে।
জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর জনপ্রিয় গান ‘লেট ইট বি’-র সুরে গান ধরেন ওই সমর্থক।
গানের কথা,‘আকাশদীপ, আকাশদীপ...বোলিং ইংল্যান্ড আউট, আকাশদীপ...’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ম্যাচ জেতার পরে আকাশদীপকে বলতে শোনা গিয়েছে, আকাশদীপ বলেছেন, ''এটা আমি কাউকেই বলিনি। আমার বড় দিদি গত দু'মাস ধরে ক্যানসারে আক্রান্ত। এখন দিদি ঠিক আছে। আজ আমার পারফরম্যান্স দেখে দিদি সবথেকে বেশি খুশি হবে। এই ম্যাচ আমি দিদিকে উৎসর্গ করতে চাই। আমি দিদির মুখে হাসি দেখতে চাই।''
