আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুধবার ইংল্যান্ডের সামনে আফগানিস্তান। তার আগে বড় ধাক্কা খেল ইংরেজ বাহিনী। ডান হাতি বোলার ব্রাইডন কার্স টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে স্পিনার রেহান আহমেদকে নেওয়া হল ইংল্যান্ড স্কোয়াডে। 

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''ডারহাম ও ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্স ছিটকে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচ থেকে।''  

শনিবার লাহোরে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই ম্যাচ রানের পাহাড় গড়েও হেরে যায় ইংরেজবাহিনী। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্সকে ছন্দে দেখা যায়নি। সব চেয়ে বেশি রান হয়েছে কার্সের ওভারেই। 

পায়ের আঙুলে চোট গুরুতর হওয়ায় ইংল্যান্ড ছেড়ে দিয়েছে কার্সকে। ভারতের বিরুদ্ধে সিরিজে রেহান আহমেদকে ব্যবহারই করেনি ইংল্যান্ড। রেহানের অন্তর্ভুক্তি ইংল্যান্ডের স্পিন বোলিং বিভাগকে শক্তিশালী করবে। আদিল রশিদ একমাত্র স্পিনার এই ইংল্যান্ড দলে। ২০ বছরের রেহান পাঁচটি ওয়ানডে ম্যাচ থেকে ১০টি উইকেট নেন। 

ব্রাইডন কার্স ছিটকে যাওয়ায় জ্যামি ওভার্টন ইংল্যান্ডের প্রথম একাদশে ফিরতে পারেন। সাকিব মাহমুদ ও গাস অ্যাটকিনসন ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে অন্য দুই পেস বিকল্প।