আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে এগিয়ে গিয়েও কার্যত একা ট্র্যাভিস হেডের কাছে পরাজিত হয়েছে গোটা ইংল্যান্ড দল। ইংলিশ ব্যাটাররা পুরোপুরি আত্মসমর্পণ করেছেন অজি পেসারদের কাছে।
প্রথম সারির দুই বোলার না থাকা সত্ত্বেও একা স্টার্ক নাচিয়ে ছেড়েছেন রুটদের। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে দু’দিনের দুঃস্বপ্নের পর অবশেষে মুখ খুললেন ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
সমর্থকদের উদ্দেশে ম্যাককালাম বললেন, ‘বিশ্বাস রাখুন’। এই বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, এত বড় পরাজয়ের পরও দলের আক্রমণাত্মক ক্রিকেট খেলার ভঙ্গিতে কোনও পরিবর্তন আসছে না।
অর্থাৎ, আগামী চারটি টেস্টেও বাজবল দেখা তো যাবেই। পাশাপাশি ম্যাককালামের বিশ্বাস, এই পরিস্থিতি থেকে ইংল্যান্ড দল আগেও ঘুরে দাঁড়িয়েছে, এবারেও ঘুরে দাঁড়াবে। পার্থ টেস্টে ইংল্যান্ড ব্যাট, বল ও ফিল্ডিং সব বিভাগেই অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে ছিল।
‘বাজবল’ স্ট্র্যাটেজি পুরোপুরি ভেঙে পড়ে অজি পেসারদের কাছে। দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয় এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেডের মাত্র ৬৯ বলে সেঞ্চুরির দাপটে ইংল্যান্ড ৮ উইকেটে পরাজিত হয়, এবং সিরিজের শুরুতেই পিছিয়ে পড়ে।
সমর্থকদের উদ্দেশে ম্যাককালাম বলেন, ‘বিশ্বাস রাখুন। আমরা কখনও কখনও খারাপভাবে হারি, দেখতে খুব বাজে লাগে। কিন্তু এই মানসিকতাই আমাদের পরের বার মাঠে নামার সময় নিজেদের ওপর আস্থা জোগায়। ভুল হবেই, কিন্তু বিশ্বাস হারালে চলবে না। সিরিজে এক ম্যাচ হারলেই বিশ্বাসের ভিত নড়ে গেলে হবে না। আমাদের শান্ত থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে এবং সিরিজে ফিরে আসার পরিকল্পনা করতে হবে। যেমন আমরা আগেও করেছি।’
অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের সংগ্রাম দীর্ঘদিনের। গত ১৫ বছরে সেখানে তারা ১৪টি টেস্ট হেরেছে, ড্র ২টি, একটিও ম্যাচ জিততে পারেনি। অথচ পার্থ টেস্টে সুযোগ ছিল ইতিহাস বদলের।
প্রথম দিনে ১৬০/৫ থেকে মাত্র ১২ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৭২ রানে অলআউট হয় ইংল্যান্ড। পরে তারা অস্ট্রেলিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে লড়াইয়ে ফেরে। দ্বিতীয় ইনিংসে ৬৫/১ অবস্থায় সুবিধাজনক জায়গায় ছিল ইংল্যান্ড, কিন্তু আবারও ধস নামে।
স্টার্ক এবং বোল্যান্ডের একটা স্পেলে একের পর একটা উইকেট হারায় ইংরেজরা। অস্ট্রেলিয়ার সামনে ২০৫ রানের লক্ষ্য ছিল চতুর্থ ইনিংসে। যা তারা অনায়াসেই পেরিয়ে যায়। ম্যাককালাম মনে করিয়ে দেন, এর আগেও এমন পরিস্থিতি থেকে দল ফিরে এসেছে।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দু’দিনে হারার পর আমরা সিরিজ ২-১ জিতেছিলাম। তাই পার্থ একাই সবকিছু নির্ধারণ করে না।’ নিজেদের বাজবল ক্রিকেটের দর্শন নিয়েও আস্থা রাখছেন কোচ।
তিনি বলেন, ‘কখনও আমরা খারাপভাবে হারি, কিন্তু এই মানসিকতাই আমাদের পরের ম্যাচে বিশ্বাস নিয়ে নামতে সাহায্য করে। বাজবল কখনও আমাদের পিছিয়ে দেয়, কিন্তু এটিই আবার আমাদের এগিয়েও দেয়।’ একটা বিষয় স্পষ্ট, পার্থের পরাজয়কে ম্যাককালাম দেখছেন সাময়িক ধাক্কা হিসেবে। তাঁর বিশ্বাস, দল হার মানছে না, সিরিজে লড়াইয়ে ফিরবে ইংল্যান্ড।
