আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড গড়ল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। আজ মঙ্গলবার ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড ৯-০ গোলে বিধ্বস্ত করে সেসা ফুটবল অ্যাকাডেমিকে। মহিলাদের ক্লাব ফুটবলে এটাই সবথেকে বড় ব্যবধানে জয়। এর আগে লাল-হলুদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ৬-১। ২০২৪-২৫ মরশুমে হপ্সের বিরুদ্ধে এই ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গল। 

শুরু থেকে শেষ পর্যন্ত চলল মশাল গার্লসের গোলবর্ষণ। খেলার ৬ মিনিটে প্রথম গোল করেন সৌম্যা। তার পরে চলতেই থাকে গোল আর গোল। খেলার ৬, ৫৪ ও ৮৬ মিনিটে গোল করেন সৌম্যা। তাঁর মতোই হ্যাটট্রিক করেন ফাজিলাও। খেলার ৯, ২২, ২৪ ও ৭২ মিনিটে গোলগুলো করেন তিনি। খেলার ১৮ মিনিটে সুলাঞ্জনা এবং ৪০ মিনিটে রেস্টি গোল করেন। 

একই ম্যাচে দুই ফুটবলার হ্যাটট্রিক করেছেন এমন নজির লাল-হলুদে অতীতেও রয়েছে। ক্লাবের ইতিহাসে ফাজিলা ও সৌম্যা দশম জুটি, যাঁরা একই ম্যাচে হ্যাটট্রিক করলেন। 

গোল করার পাশাপাশি গোল নষ্টেরও আখ্যান রয়েছে এই ম্যাচে। একাধিক গোল নষ্ট হয়। সেই গোলগুলো হয়ে গেলে স্কোরলাইন আরও হৃষ্টপুষ্টই হত।