আজকাল ওয়েবডেস্ক: উওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর বল এখনও গড়ায়নি। তার আগেই দলে পরিবর্তনের হাওয়া।
ইউপি ওয়ারিয়র্সের হয়ে মহিলাদের প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে না বাঁ হাতি মিডিয়াম পেসার তারা নরিসকে।
২০২৬ সালের আইসিসি উওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেয়েছেন তারা নরিস। নেপালে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্বকাপের যোগ্যতা পর্বের খেলা। ৯ জানুয়ারি থেকে শুরু হবে উওমেন্স প্রিমিয়ার লিগে।
জাতীয় দলের হয়ে সেই সময়ে খেলার জন্য তারা নরিসকে পাবে না ইউপি ওয়ারিয়র্স।
তারা নরিসকে না পাওয়ায় ইউপি ওয়ারিয়র্স আনক্যাপড অস্ট্রেলিয়ান অলরাউন্ডার চার্লি নটকে দলে নিয়েছে। ভারতীয় মুদ্রায় তাঁর দাম ১০ লক্ষ টাকা।
শুধু তারা নরিস নন, এর আগে উওমেন্স প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় পেরি। অন্যদিকে সাদারল্যান্ড দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুই ক্রিকেটার আগেই সরে গিয়েছেন উওমেন্স প্রিমিয়ার লিগ থেকে।
পেরির পরিবর্ত হিসেবে সায়লি সাতঘরেকে দলে নিয়েছে আরসিবি। তাঁর দাম ৩০ লাখ টাকা।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস সাদারল্যান্ডের পরিবর্ত হিসেবে আলানা কিংকে দলে নিয়েছে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার এর আগের মরশুমে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলেন। ২৭টি টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে আলানা কিংয়ের। ২৭টি উইকেট তাঁর ঝুলিতে। আলানা কিং-কে ৬০ লক্ষ টাকার বিনিময়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
