আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সূর্যকুমার যাদব সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশিত হল। অভিনেত্রী ও মডেল খুশি মুখার্জি খুল্লমখুল্লা দাবি করলেন, অতীতে সূর্যকুমার যাদব তাঁকে ঘনঘন মেসেজ করতেন।
এক ইভেন্টে খুশির এহেন দাবির পরে চাঞ্চল্য তৈরি হয়েছে। উপস্থিত সাংবাদিকরা খুশিকে জিজ্ঞাসা করেন, তিনি কি সূর্যের সঙ্গে ডেটিং করতেন? জবাবে তিনি বলেন, কোনও প্লেয়ারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। কোনও খেলোয়াড়ের সঙ্গেই তিনি যোগাযোগ রাখতে চান না। বঙ্গকন্যা খুশি মুখার্জির দাবি, ''আমি কোনও খেলোয়াড়ের সঙ্গে ডেট করতে চাই না। অনেক ক্রিকেটারই আমার পিছনে ঘুরঘুর করেছে। সূর্যকুমার যাদব আমাকে বহুবার মেসেজ করেছে।''
সূর্যের সঙ্গে এখন আর খুশি মুখার্জির কোনও সম্পর্ক বা যোগাযোগ নেই বলে উল্লেখ করেন অভিনেত্রী-মডেল।
টি-টোয়েন্টিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য মডেল-অভিনেত্রী খুশি মুখার্জির এহেন দাবির প্রেক্ষিতে মুখ খোলেননি।
সূর্য তাঁকে মেসেজ করতেন, এমন দাবি করে খুশি কি খবর হতে চাইলেন? সস্তায় জনপ্রিয় হওয়ার এই কৌশল কি নিলেন খুশি?
একসময়ে পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন খুশি মুখার্জি। তাঁকে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল। সেই খুশি মুখার্জি হঠাৎ সূর্যকে নিয়ে কেন এহেন দাবি করতে গেলেন, তা নিয়ে চর্চা চলছে ভক্তদের মনে।
সূর্য বিবাহিত। দেবিশা শেট্টী তাঁর স্ত্রী। সম্প্রতি সূর্য ও তাঁর স্ত্রী দেবিশা তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বরের মন্দিরে যান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন সূর্যকুমার। ভারত ৩-১-এ সিরিজ জিতে নেয়। তাঁর ফর্ম নেই বলে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে 'গেল গেল' রব উঠেছে। বিশ্বকাপের আগে সূর্যর দল পাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজে সূর্য কি রানে ফিরবেন? তাঁর ব্যাট কি কথা বলবে? সূর্যর দিকে তাকিয়ে দেশের ক্রিকেটভক্তরা।
