নতুন বছরে বরফ দেখার ইচ্ছে থাকলে ভারতের উত্তরভাগের পাহাড়ি শহরগুলো সেরা গন্তব্য হতে পারে। অনেকেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে যান বিভিন্ন প্রান্তে৷
2
6
উত্তরাখণ্ড: এখানকার আউলি একটি অপূর্ব জায়গা৷ যদি শান্ত পরিবেশে বরফ উপভোগ করতে চান, তবে আউলি সেরা। এখানকার পাহাড়ি ঢালগুলো বরফে ঢাকা থাকে। এখান থেকে হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ নন্দা দেবী পরিষ্কার দেখা যায়।
3
6
হিমাচল: নতুন বছরে মানালিতে বরফ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে রোটাং পাস এবং অটল টানেল সংলগ্ন এলাকাগুলো সাদা বরফের চাদরে ঢাকা থাকে।
4
6
জম্মু-কাশ্মীর : জম্মু কাশ্মীরে এই সময় হিমাঙ্কের নিচে পারদ। এখন চলছে 'চিল্লাই কালান' পর্ব। জানুয়ারির ২১ তারিখ পর্যন্ত বরফে ঢাকা থাকবে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা।
5
6
অরুণাচল প্রদেশ: অরুণাচলের তাওয়াং একটি অপূর্ব শহর। উত্তর-পূর্ব ভারতের এই শহরটি শীতকালে অপার্থিব সুন্দর হয়ে ওঠে। এখানে প্রচুর তুষারপাত হয়। এখানকার বরফে ঢাকা সেলা পাস পর্যটকদের মূল আকর্ষণ।
6
6
দার্জিলিং: মৌসুম ভবনের পূর্বাভাষ অনুযায়ী দার্জিলিং-ও আগামী চারদিন তুষারপাতের সম্ভাবনা আছে৷ হালকা বৃষ্টিপাত হতে পারে বলে খবর৷ সুতরাং এই সময়ে এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা হয়ে উঠবে।