আজকাল ওয়েবডেস্ক: ২০০৪ সালে এই কাঠমাণ্ডুতেই সান মিগুয়েল কাপ জিতেছিল ইস্টবেঙ্গলের পুরুষ দল। সেই কাঠমাণ্ডুতেই ২১ বছর পরে মহিলা দল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে নিল। 

ভারতের প্রথম ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা দুই দলই আন্তর্জাতিক খেতাব জয়ের নজির গড়ল। 

শনিবার মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইস্টবেঙ্গল ৩-০ গোলে বিধ্বস্ত করল নেপালের ক্লাব এপিএফ এফসি-কে। সেই সঙ্গে ইতিহাস গড়ল লাল-হলুদ ব্রিগেড।

শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গলের মেয়েরা। অধিনায়ক ফাজিলা জোড়া গোল করেন। আর একটি গোল করেন শিল্কি। 

গ্রুপ পর্বে দুই দলের মধ্যে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছিল। কিন্তু ফাইনালে লাল-হলুদের সামনে দাঁড়াতেই পারেনি এপিএফ এফসি। 

গ্রুপে শীর্ষে থেকে ফাইনালে গিয়েছিল ইস্টবেঙ্গল। একটি গোলও হজম করেনি তারা। ১৩টি গোল করেছিল। 

ফাইনালে ২১ মিনিটে ফাজিলা গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। তাঁকে উদ্দেশ্য করে লম্বা বল ফেলা হয়েছিল। নেপালের দলটির গোলকিপার এগিয়ে এসেছিল বিপদের গন্ধ পেয়ে। ফাজিলা চলন্ত বলে শট মারেন। এপিএফ এফসি-র এক ফুটবলারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। 

৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে ভাসানো সেন্টার থেকে হেডে গোল করেন শিল্কি। প্রথমার্ধে আরও গোলের সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ফুটবলাররা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের তৃতীয় গোলটি করেন ফাজিলা। তার পর আর গোলসংখ্যা বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। নেপালের ক্লাবটিও লাল-হলুদের গোলমুখ খুলতে পারেনি। 

লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের পুরুষ দল ফাইনালে পৌঁছেও ট্রফি জিততে পারছে না। কিন্তু মহিলা দল বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে জ্বলে উঠছে। ট্রফি জিতছে। দেশকে সম্মানিত করছে।