আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিলেন তাঁর দলের ১৮০ রান করার ক্ষমতা নেই।
গোয়ালিয়রে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে ১২৭ রান। ভারত ১১.৫ ওভারে সেই রান তুলে নেয়। ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দ হারায় টাইগাররা। নিয়মিত উইকেট পড়ল, রানের গতি বাড়ল না, হাতে অল্প রানের পুঁজি নিয়ে ভারতের ব্যাটিংয়ের বিরুদ্ধে লড়লেন মুস্তাফিজুররা। শান্ত বললেন, ''আমাদের ক্ষমতা রয়েছে। তবে আমাদের দক্ষতার আরও উন্নতি করার জায়গা রয়েছে। গত দশ বছর ধরে আমরা এভাবেই ব্যাট করে এসেছি। কখনও ভাল করেছি। কখনও নয়। আমাদের কিছু পরিবর্তনের দরকার রয়েছে। বিশেষ করে দেশে যে উইকেটে প্র্যাকটিস করি।''
শান্ত মনে করেন বাংলাদেশে যে উইকেটে তাঁরা খেলেন, তাতে বড় রান করা সম্ভব নয়। সেই গোয়ালিয়রে খেলতে নেমে সামগ্রিক ভাবে ব্যাটিং বিপর্যয় ঘটেছে। বাংলাদেশ অধিনায়ক বলছেন, ''ঘরে আমরা ১৪০-১৫০ রানের উইকেটে খেলে থাকি। ১৮০ রান কীভাবে তুলতে হয়, তা জানেই না আমাদের ব্যাটাররা। আমি শুধু উইকেটকে দোষ দিচ্ছি না। তবে দক্ষতা ও মানসিকতার বিষয়টাও বিবেচনা করতে হবে।''
বাংলাদেশের ব্যাটারদের শট সিলেকশন নিয়েও প্রশ্ন উঠেছে। লিটন দাস আউট হয়েছে ভুল শট খেলে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য তাঁর ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন। শান্ত বলছেন, ''আমি বলছি না আমরা খারাপ খেলেছি। এর থেকে ভাল দল আমরা। দীর্ঘদিন এই ফরম্যাটে আমরা ভাল কিছু করতে পারিনি। তবে আমরা খারাপ দল, সেটা মানি না।''
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার প্রথম ম্যাচে হেরে গিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। গোয়ালিয়রের ভুল শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে কি জয় পাবে বাংলাদেশ?
