আজকাল ওয়েবডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। সবার নজরে ২৩ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ। 

সব ঠিকঠাক থাকলে পাক মুলুকেই হতো চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ইমরান খানের দেশে গিয়ে খেলতে রাজি নয় ভারত। তাই হাইব্রিড মডেল অনুসৃত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। 

পাকিস্তানের সাংবাদিক ফরিদ খানের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা ভারতের উপরে ক্ষুব্ধ। 

সেই পাক সাংবাদিক এক ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে পাক ভক্তরা বাবর আজমদের একপ্রকার সতর্ক করে দিয়ে বলছেন, তাঁরা যেন বিরাট কোহলিদের আলিঙ্গন না করেন। 

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা হওয়ার আগে ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুবাইয়ে পাঁচ স্পিনার নিয়ে যাচ্ছে ভারতীয় দল। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি রোহিত শর্মার নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দরকে স্পিনার হিসেবে দলে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হওয়ার পর বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে।

?ref_src=twsrc%5Etfw">February 15, 2025

 

যশস্বী জয়সওয়ালের দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। চোটের জন্য ছিটকে যাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসেবে হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দল নির্বাচন প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমি বুঝতে পারছি না কী কারণে দুবাইয়ে পাঁচজন স্পিনার নেওয়া হয়েছে। অথচ যশস্বী জয়সওয়ালকে বসিয়ে দেওয়া হয়েছে। লম্বা সফরের জন্য তিন-চারজন স্পিনার নেওয়া হয়ে থাকে, কিন্তু পাঁচজন স্পিনার দুবাইয়ের জন্য একটু বেশিই মনে হচ্ছে। আমার মতে, অন্তত একজন অতিরিক্ত স্পিনার নেওয়া হয়েছে’।