আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে লিও মেসি-কার্লেস তেভেজের কোচ ছিলেন দিয়েগো মারাদোনা। জার্মানির কাছে হেরে সেবার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। দিয়েগো মারাদোনাও কোচের চেয়ার থেকে সরে দাঁড়ান।
দিয়েগো মারাদোনা এখন নেই। পৃথিবীর মায়া কাটিয়ে তিনি চলে গিয়েছেন প্রায় চার বছর হল। এর মধ্যেই খবর, স্পেনের পঞ্চম ডিভিশনের একটি ক্লাবের দায়িত্ব নিয়েছেন মারাদোনা পুত্র সিনাগ্রা। দক্ষিণ তেনেরিফ শহরের ইউনিয়ন ডিপোর্টিভো ইবারা স্পেনের পঞ্চম ডিভিশনে খেলে। সেই ক্লাবের কোচ হয়েছেন মারাদোনার ছেলে।
তাঁর বাবার ফুটবল বোধ এবং খ্যাতি সবারই জানা। কিন্তু মারাদোনা-পুত্র ফুটবল খেলেছেন এবং কোচিং করান, তা বোধ হয় সবার জানা নেই।
২০২১ সালে কোচিং জীবন শুরু করেন সিনাগ্রা। নাপোলি ইউনাইটেডে দু'বছর দায়িত্ব পালন করেন তিনি। পরে ঠিকানা বদলান। পম্পেই ক্লাবে যান তিনি। চলতি বছরের জুনে মন্তেকালসিও ক্লাবে যোগ দিলেও বেশিদিন সেখানে থাকেননি। চার মাস কাজের পরে ক্লাব ছেড়ে দেন। এবার যোগ দিয়েছেন স্পেনের পঞ্চম ডিভিশনের ক্লাবে।
ফুটবলার হিসেবে তাঁর বাবা খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু পুত্র সেই সুনাম পাননি। মারাদোনা পুত্র ফুটবল খেলে খবরের শিরোনাম হয়েছেন বলে জানা নেই। ২০০৫ সালে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তাঁর। ১৪টি ক্লাবে খেলেন তিনি। কিন্তু কোনও ক্লাবই সেরকম বড়মাপের নয়।
কিন্তু তাঁর বাবার নাম যে দিয়েগো মারাদোনা। তাই তিনি যেখানে যাবেন, তাঁর ছায়াসঙ্গী হিসেবে সেখানেই উপস্থিত থাকবেন মেক্সিকো বিশ্বকাপের রাজপুত্র।
