আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে চোট পেলেন ঋষভ পন্থ। রবিবার বরোদায় শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। নেট প্র্যাকটিসে আচমকা চোট পান পন্থ। মাঠেই তাঁর শুশ্রূষা হয়। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে ব্যাট করার সময় কোমরের ঠিক ওপরে চোট পান ঋষভ। ব্যথায় কাতরাতে থাকেন। হেড কোচ গৌতম গম্ভীর সহ দলের বাকি সাপোর্ট স্টাফরা শুশ্রূষার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন পন্থ।
তাঁর পরিবর্তে ধ্রুব জুড়েলকে দলে নেওয়া হয়েছে। বিজয় হাজারে ট্রফিতে জুড়েল দুর্দান্ত ছন্দে রয়েছেন। পন্থ ছিটকে যাওয়ায় নির্বাচকরা দ্রুততার সঙ্গে বেছে নেন জুড়েলকে। উত্তর প্রদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ধ্রুব জুড়েল। সাতটি ম্যাচে ৫৫৮ রানের মালিক তিনি। গড় প্রায় ৯০। দুটো শতরানের পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি করেছেন বিজয় হাজারেতে। উত্তর প্রদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন ধ্রুব জুড়েল।
জুড়েলের দুর্দান্ত ফর্মের সৌজন্যে উত্তর প্রদেশ এলিট গ্রুপ বি-তে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে। সাতট ম্যাচই জিতেছে উত্তর প্রদেশ। সাত ম্যাচে ২৮ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশের সামনে সৌরাষ্ট্র।
সিরিজ শুরুর আগে প্র্যাকটিস সেশনে বিভিন্ন খণ্ডচিত্র দেখা গেল। রোহিত শর্মা নেটের বাইরে অপেক্ষা করছিলেন। তখন ব্যাটিং প্র্যাকটিস করছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু একটিও বল ব্যাটে লাগাতে পারছিলেন না। সেটা দেখে ভারতীয় পেসারকে কিছু ব্যাটিং টিপস দেন হিটম্যান। শনিবার বরোদায় ঐচ্ছিক ট্রেনিং সেশন ছিল। কিন্তু উপস্থিত ছিলেন দলের অধিকাংশ ক্রিকেটার। নেটে শুধু ব্যাট করেন রোহিত। শুভমন গিলকে বেশ কিছুক্ষণ নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
রবিবার সবার নজরে ভারতৃ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।
