আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালস এবার তাঁর উপর ভরসা করেছে। আইপিএলের মেগা নিলামে মাত্র ৯৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে দিল্লি। চেন্নাই সুপার কিংস তাঁকে আগে ৮.৪ কোটিতে দলে নিয়েছিল।

এবার অনেকটাই দাম কমেছে তাঁর। সেই সমীর রিজভি ঝড় তুললেন অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফির ম্যাচে। মাত্র ৯৭ বলে অপরাজিত ২০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন। উত্তর প্রদেশের অধিনায়ক তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটা বুঝি খেলে ফেললেন। ১৩টি বাউন্ডারি ও ২০টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ত্রিপুরা বোলারদের ভদোদরা স্টেডিয়ামের যত্রতত্র পাঠিয়ে পাহাড়প্রমাণ ৪০৫ রান করে উত্তর প্রদেশ।

অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল হান্ড্রেড করার নজির গড়লেন রিজভি। ২৩-তম ওভারে ব্যাট করতে নামেন তিনি। তারপরই শুরু হয় রিজভির পাওয়ার হিটিং। ত্রিপুরা বোলাররা তাঁকে  থামানোর উপায় খুঁজে পাননি। ২১ বছর বয়সী রিজভি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ২০২৪ মরশুমে। সেবার ৮টি ম্যাচে মাত্র ৫১ রান করেন তিনি। তিনি ব্যর্থই হন গতবার।

এবার রিজভিতে মোহভঙ্গ হয় সিএসকে-র। ফলে নিলামে তাঁর দামও অনেকটাই কমে যায়। কিন্তু ৯৭ বলে ডাবল হান্ড্রেডের জন্য রিজভিকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের আগে রিজভি কিন্তু দিল্লি ক্যাপিটালসকে আশ্বস্ত করে গেলেন।