আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশে বিপত্তি। গুরুতর আহত হওয়ার হাত থেকে একটুর জন্য বাঁচলেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার সিডনি থান্ডার এবং হোবার্ট হ্যারিকেনের মধ্যে ম্যাচে এমন বিপত্তি ঘটে। একটি শট খেলতে গিয়ে নিজের ব্যাট ভেঙে ফেলেন অজি তারকা। ভাঙা ব্যাটের অংশ সরাসরি তাঁর মাথায় লাগে। থান্ডারের ইনিংসের চতুর্থ ওভারে এমন ঘটনা ঘটে। হারিকেনের জোরে বোলার রিলে মেরিডিথের বলে ড্রাইভ মারতে গিয়ে এই বিপত্তি ঘটে। ওয়ার্নারের মিস টাইম করা শট মিড অফের দিকে যায়। বল ব্যাটে লাগা মাত্র হ্যান্ডেলের দিক থেকে ব্যাট ভেঙে যায়। শটের মোমেন্টাম ধরে ব্যাট সরাসরি মাথায় লাগে। 

ভাগ্য ভাল যে তার বড়সড় ইমপ্যাক্ট হয়নি। নয়তো গুরুতর চোট পেতে পারতেন তারকা ক্রিকেটার। এই ঘটনায় অবাক ধারাভাষ্যকররা। তাঁরা মজা করে বলে, নিজের ব্যাটেই আঘাত লাগার পর ওয়ার্নারকে কনকাশন টেস্ট নিতে হবে। তবে এই ঘটনা থামাতে পারেনি ওয়ার্নারকে। দুরন্ত ছন্দে ছিলেন। ৬৬ বলে অপরাজিত ৮৮ রান করেন। ৭ ইনিংসে ৩১৬ রান তারকা ক্রিকেটারের। চলতি বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ রান ওয়ার্নারের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও টাচ হারাননি।