আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দাসুন শানাকা চমকে দিলেন। একই দিনে দুই দেশে ভিন্ন দুই ফরম্যাটে নামলেন। দাপিয়ে খেললেন। জেতালেন দলকেও। 

সকালে কলম্বো। সন্ধ্যায় আবু ধাবিতে শানাকা ম্যাজিক। সকালে কলম্বোয় প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি হাঁকান তিনি। আবার সন্ধ্যায় দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে চটজলদি ইনিংস খেলেন তিনি।  

সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে মুরস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শানাকা। তাঁর এবং অধিনায়ক চরিথ আসালাঙ্কার  ১৪৮ রানের জুটি ফলো অন বাঁচায়। 

সিংহলিজ স্পোর্টস ক্লাবের ইনিংস শেষ হয় ২৭৫ রানে। মুরস স্পোর্টস ক্লাব ৬ উইকেটে ১৭১ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। ম্যাচটি শেষমেশ ড্র হয়। 

কলম্বোয় ঠিক যেখানে শেষ করেছিলেন, দুবাইয়ে সেই জায়গা থেকেই শুরু করেন দ্বীপরাষ্ট্রের তারকা ক্রিকেটার।  

?ref_src=twsrc%5Etfw">February 2, 2025

 

আবু ধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে দুবাই ক্যাপিটালসের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন শানাকা। দুবাই ক্যাপিটালসের ইনিংস শেষ হতে তখনও ১৪ বল বাকি। ওই ১৪ বলের মধ্যে ১২টি ডেলিভারির মুখোমুখি হন শানাকা। ৪টি চার ও ২টি ছক্কায় দ্বীপরাষ্ট্রের তারকা ক্রিকেটার করেন ৩৪ রান। ম্যাচটি জেতে শানাকার দল। 

একই ক্রিকেটার দুই দেশের দুই টুর্নামেন্টে দুরন্ত খেললেন। ক্রিকেটপ্রেমীরাও রীতিমতো অবাক।