আজকাল ওয়েবডেস্ক: চীনের ডিং লিরেনকে হারিয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে জীবনটা স্বপ্নের মতো হয়ে গিয়েছে ডি গুকেশের। যেন রূপকথার কাহিনি। মাত্র ১৮ বছর বয়সে এই কীর্তি করে কনিষ্ঠতম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে অভিনন্দন বার্তা। শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে মাত্র ১৮ বছরেই কোটিপতি গুকেশ। ইভেন্ট থেকে ১১.৪৫ কোটি আর্থিক পুরস্কার পাবেন ভারতীয় দাবাড়ু। এখানেই শেষ নয়, সবে শুরু। তাঁর এই প্রাপ্তির জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। সরকারের পক্ষ থেকে ৫ কোটি টাকা দেওয়া হবে গুকেশকে।
ভারতীয় দাবাড়ু বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড করার পরের দিন, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আর্থিক পুরস্কারের ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি লেখেন,'গুকেশের এই সাফল্যে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারকে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করছি। ওর ঐতিহাসিক জয় দেশকে গর্বিত করেছে, আনন্দ দিয়েছে। ভবিষ্যতে আরও বড় হোক, আরও সাফল্য পাক, এই প্রার্থনা করব।' ইতিহাস রচনার পর বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী স্ট্যালিন, বিপক্ষ পার্টির নেতা একাপদি কে পালানিস্বামী তাঁকে শুভেচ্ছা জানান। সিঙ্গাপুরে ১৪তম গেম জিতে কিস্তিমাত করেন গুকেশ। শেষদিকে লিরেনের একটি ভুলের ফায়দা তুলে ৭.৫ পয়েন্ট পৌঁছে যান চেন্নাইয়ের দাবাড়ু। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন গুকেশ।
