আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। আর কিছুদিন বাদেই আইপিএলে খেলতে যাবে তাঁকে। তার আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মুখ খুলেছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। যদিও ধোনি স্পষ্ট করে জানাননি কবে অবসর নেবেন, তবে প্রাক্তন ভারত অধিনায়কের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট। যতদিন সম্ভব ক্রিকেট খেলে যেতে চান মহেন্দ্র সিং ধোনি এবং উপভোগ করতে চান প্রতিটা মুহূর্ত। এক অনুষ্ঠানে ধোনি বলেন, ‘আমি ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি।
এখন শুধুমাত্র ক্রিকেট খেলাটাকে উপভোগ করতে চাই, যতদিন সম্ভব খেলতে পারি। আমি চাই সেই ছোটবেলার মতো আনন্দ নিতে, যখন স্কুলে পড়ার সময় বিকেল চারটে মানেই ছিল খেলার সময়। আমরা কলোনিতে থাকতাম, বিকেলে নিয়মিত ক্রিকেট খেলতাম’। ভারতীয় দলের হয়ে খেলার স্মৃতি চারণা করে এমএসডি জানান, ‘ক্রিকেটার হিসেবে আমি সবসময় ভারতীয় দলের হয়ে ভাল পারফর্ম করতে চেয়েছি। সবাই দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না। আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পাওয়া মানে দেশের জন্য কিছু করা এবং দেশকে গর্বিত করার সুযোগ। সেটা আমি সবসময় কাজে লাগাতে চেয়েছি।
আমার কাছে দেশই ছিল সবার আগে’। নিজের কেরিয়ারে সবসময় কঠোর পরিশ্রম করে ক্রিকেট খেলে গেছেন ধোনি। তাঁর সাফ বক্তব্য, যখন আমি পুরোদমে খেলতাম, তখন ক্রিকেটই ছিল আমার সবকিছু। কখন ঘুমোতে হবে, কখন উঠতে হবে, এর প্রভাব ক্রিকেটের ওপর কেমন হবে— এসবই ছিল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব, আনন্দ, সবকিছু পরে হতে পারে। সব কিছুর জন্য একটা সঠিক সময় থাকে, সেটা বুঝতে পারলে সবথেকে ভাল’। ধোনির এটাই শেষ আইপিএল কিনা তা এখনও কেউই জানে না। তবে একটা বিষয় স্পষ্ট, প্যাশন বজায় থাকলে পরবর্তীতেও ২২ গজে দেখা যাবে এমএসডিকে।
