আজকাল ওয়েবডেস্ক: তাঁর দেখা সেরা উইকেট কিপার কে? প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছিল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কেতামিলনাড়ুর উঠতি ক্রিকেটাররাই তাঁকে এহেন প্রশ্ন করেছিলেন। তার উত্তরে রুতুরাজ যা বলেছেন, তাতে সবাই অবাক হয়ে গিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি নন, ঋষভ পন্থও নন।

রুতুরাজ বলেছেন, ''আমার উইকেট কিপিং তোমরা কেউই দেখোনি। তোমাদের সবার দেখা উচিত। ইউটিউবে যাও। সেখানে আমার উইকেটকিপিং দেখতে পাবে। শোয়েব আখতারের বল না দেখে আমার কিপিং দেখো'' রুতুরাজের এহেন জবাব শুনে সবাই হাসতে শুরু করেন। অনেকেই বিস্মিত হন।

আরও পড়ুন: অতিরিক্ত টেনিস নিয়ে বিরক্ত জোকার, সতীর্থ খেলোয়াড়দের মানসিকতা নিয়েই তুলে দিলেন প্রশ্ন

গায়কোয়াড়কে জিজ্ঞাসা করা হয়, কোন বোলারের মোকাবিলা করা সবচেয়ে কঠিন। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের জবাব, ট্রেন্ট বোল্টআগামী বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়ই। মহেন্দ্র সিং নিশ্চিত করেছেন নাম। চেন্নাইয়ে অনুষ্ঠিত এক ইভেন্টে ধোনি জানান সিএসকে ওপেনার ফিরে আসবেন আগামী বছর এবং দলকে নেতৃত্ব দেবেন।

২০২৫-এর আইপিএল চলাকালীন চোটের জন্য রুতুরাজ গায়কোয়াড়কে আর পাওয়া যায়নি। বাকি সময়টা দলকে নেতৃত্ব দেন ধোনিরুতুরাজের অনুপস্থিতি জোরালো ধাক্কা দিয়েছিল সিএসকে শিবিরকে। চেন্নাইও হতশ্রী ফলাফল করে। আগামী বছর চেন্নাই ভাল করতে আগ্রহী। সেই কারণে কয়েকটি পরিবর্তনও করা হবে দলে।

আগামী বছরের আইপিএলের দিকে তাকিয়ে এখন থেকেই দলগঠনে নজর দিচ্ছেন ধোনি। তিনি বলেন, দলের ব্যাটিং নিয়ে কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। যে শূন্যস্থান রয়েছে, সেই শূন্য়স্থান পূরণ করতে হবে। ২০২৫-এর আইপিএলে রাহুল ত্রিপাঠী ও দীপক হুদা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননিধোনির মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এই দুই ক্রিকেটারের উপরে নেমে আসতে পারে খাঁড়া

?ref_src=twsrc%5Etfw">August 21, 2025

ধোনিকে বলতে শোনা গিয়েছে, ''ব্যাটিং অর্ডার নিয়ে আমরা চিন্তিত। তবে আমার মনে হয় আমরা ব্যাটিং অর্ডার নিয়ে যে চিন্তার জায়গা ছিল, তা সামাল দিতে পারব। রুতু ফিরে আসছে। ওর চোট ছিল। ও ফিরে আসায় ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমবে।'' 

গত কয়েকটা মরশুমে সুপার কিংস নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারেনি আইপিএলে। যে ধূসর অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলো আগে চিহ্নিত করতে হবে।

ধোনি বলেছেন, ''গত কয়েকটা মরশুম আমাদের ভাল যায়নি। আমরা নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারিনি। তবে যেটা গুরুত্বপূর্ণ তা হল ভুল থেকে শিক্ষা নেওয়াটা জরুরি। খারাপ মরশুম গিয়েছেগত বছরও আমাদের সময়টা ভাল যায়নি। আমরা বুঝতে পারছি খারাপ সময় গিয়েছে। তবে সবার আগে সমস্যার জায়গাগুলো সনাক্ত করতে হবে, তার পরে সমাধানের রাস্তায় হাঁটতে হবে''

আরও পড়ুন:  আচমকা অসুস্থ শুভমান, এশিয়া কাপের আগে চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার...