আজকাল ওয়েবডেস্ক:‌ শুভমান গিল অসুস্থ। খেলবেন না ঘরোয়া ক্রিকেটে। এশিয়া কাপের দল ঘোষণার পরেই এই খবর প্রকাশ্যে এল। 


অসুস্থতার জন্য দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন শুভমান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভারতীয় টেস্ট দলের অধিনায়কের। শুভমান অসুস্থ হয়ে পড়ায় এশিয়া কাপের আগে চিন্তা বাড়ল ভারতীয় দলের।


এটা ঘটনা, টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজে নজর কেড়েছেন শুভমান। ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন। অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। সাড়ে সাতশোর উপর রান করেছেন। এশিয়া কাপে তিনিই ভারতের সহ–অধিনায়ক হয়েছেন। কিন্তু প্রতিযোগিতার আগে তাঁর অসুস্থতা উদ্বেগ বাড়িয়ে তুলল টিম ইন্ডিয়ার। 

 

আরও পড়ুন:‌ নতুন ক্রীড়া আইন মেনেই ভোট চাইছে কেন্দ্র সরকার, বিসিসিআই নির্বাচন পিছিয়ে যাবে?‌ 


ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, শুভমান অসুস্থ। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা। শুভমান এখন চণ্ডীগড়ের বাড়িতে রয়েছেন। তবে শুভমানের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। উত্তরাঞ্চল এবং বিসিসিআই কর্তারা জানিয়েছেন, দলীপ ট্রফিতে শুভমানের খেলার সম্ভাবনা নেই। এশিয়া কাপের আগে ফর্মে থাকা ব্যাটারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফলে উত্তরাঞ্চলকে দলীপ ট্রফি খেলতে হবে শুভমানকে ছাড়াই। প্রসঙ্গত, শুভমানই ছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক।


২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে দলীপ ট্রফি। তার মধ্যেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। দলীপের শুধু প্রথম ম্যাচ খেলার কথা ছিল শুভমানের। সেই ম্যাচ খেলতে পারবেন না তিনি। আশা করা হচ্ছে, এশিয়া কাপের আগেই সুস্থ হয়ে যাবেন শুভমান। তাঁর খেলতে কোনও সমস্যা হবে না।
এদিকে, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। সেই ম্যাচ হবে ১৮ সেপ্টেম্বর। আগামী ৪ সেপ্টেম্বর ভারতীয় দলের আমিরশাহি পৌঁছে যাওয়ার কথা। 
আগামী বছরের টি–২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হবে টি–২০ ফরম্যাটে। সেখানে শুভমানকে সহ অধিনায়ক করা হয়েছে। কিন্তু তিনিই অসুস্থ হয়ে পড়লেন। 

 

আরও পড়ুন:‌ দীর্ঘমেয়াদি চুক্তিতে মোহনবাগানে মেহতাব, কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন, ডার্বি জিততে চান...

এদিকে, শুভমান গিলের ভূয়সী প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে একটি পডকাস্টে ভারতের প্রাক্তন কোচ বলেন, ‘‌শুভমান গিলকে আলাদা করে চেনা যেত। পৃথ্বী শ–কে নিয়েও একই কথা বলা যায়। আমার আগেই গিলকে অনেকে চিনতেন। আমি শুনেছিলাম, ‘আরে শুভমান গিল দারুণ প্লেয়ার’। আর এটা সত্যি, যখন তুমি ভারতীয় ক্রিকেটের মধ্যে থাকো, আর বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রের মতো প্রতিভা উঠে আসে, তখন কোচেদের নজরে পড়বেই। গিলকে দেখার আগেই অন্তত ৬ জন আমাকে ওর ব্যাপারে বলেছে। সবাই বলেছে ও কত ভাল প্লেয়ার।’‌