আজকাল ওয়েবডেস্ক: নাটকীয় লড়াইয়ে করিম বেনজিমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে জায়গা করে নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর। স্টিভেন বার্গউইন ইত্তিহাদের হয়ে গোল করেন। আল নাসেরের হয়ে গোল করেন সাদিও মানে ও জোয়াও ফেলিক্স

?ref_src=twsrc%5Etfw">August 19, 2025

এর আগে আল নাসের ২০১৯ ও ২০২০ সালে সৌদি সুপার কাপ জিতেছিল আল নাসের। ২০১৪, ২০১৫ এবং ২০২৪ সালে রানার্স হয়েছিল রোনাল্ডোর ক্লাব। এবার নিয়ে ষষ্ঠবার ফাইনালে উঠল আল নাসের।

আরও পড়ুন: নাওরেমের জোড়ায় জয়ে ফিরল ইউকেএসসি, উড়িয়ে দিল এরিয়ানকে

ম্যাচটি হয়েছিল হংকং স্টেডিয়ামেরোনাল্ডোকে বরণ করে নেয় হংকং। দশম মিনিটে মানের দুরন্ত ভলি আছড়ে পড়ে ইত্তিহাদের জালে। এর ঠিক ৬ মিনিট পরেই স্টিভেন বার্গউইন সমতা ফেরান। গোল করে এগিয়ে দিয়েছিলেন মানে। সেই মানেই আবার ইত্তিহাদের গোলকিপার আল শানকিটিকে বিষাক্ত ট্যাকল করে লাল কার্ড দেখেন।

দশ জন নিয়েই আল নাসের এগিয়ে যায় ২-১। গোলটি করেন জোয়াও ফেলিক্স। শেষ পর্যন্ত অবশ্য সেই গোল ধরে রাখে আল নাসের। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও আল কাদসিয়াএই লড়াইয়ে যে দল জিতবে, সেই দল ফাইনালে মুখোমুখি হবে রোনাল্ডোর আল নাসেরের।

একসময়ে বেনজিমারোনাল্ডো দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে দু'জনেই জিতেছেন ব্যালন ডি’অরক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০২৩ সালে সৌদি আরবে চলে যান। তার পরই বেনজিমা চলে আসেন মরুদেশে

?ref_src=twsrc%5Etfw">August 19, 2025

গত মরশুমে আল হিলালের কাছে হার মেনেছিল আল নাসের। রোনাল্ডোর দলের লক্ষ্য শিরোপা জয়বেনজিমা আল ইত্তিহাদে আসার পরে তারা জিতেছে সৌদি প্রো লিগ ও কিংস কাপ। এবার অবশ্য রোনাল্ডোর দলের কাছে হার মেনে ছিটকে গেল ইত্তিহাদ। আর একটা ম্যাচ জিতলেই সুপার কাপ জিতবে আল নাসের। 

এদিকে পর্তুগিজ ফুটবল তারকা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এমনটাই জানা গিয়েছে জর্জিনার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে। জর্জিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডোর দেওয়া হীরের আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেছেন। আর্জেন্টাইন-স্প্যানিশ এই মডেল পোস্টে সেই ছবি দিয়ে পোস্টে লিখেছেন একটা কথাই, যাতে শোরগোল পড়ে গিয়েছে সারা বিশ্বে। পোস্টে তিনি উত্তর দিয়েছেন ‘হ্যাঁ’। 

যা প্রকাশ পেতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। জর্জিনার পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি যে আংটিটি পরে রয়েছেন তা প্রায় ৫ সেন্টিমিটার লম্বা। আংটির কেন্দ্রে বড় একটি ওভাল-আকৃতির হীরে এবং দু’পাশে দুটি ছোট হীরে বসানো রয়েছে। বিখ্যাত অলঙ্কার বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ডের মতে, মূল ওভাল আকৃতির হীরেটি ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে। যদিও অন্য কয়েকজন অলঙ্কার বিশেষজ্ঞ জানাচ্ছেন, মূল হীরেটি ১৫ ক্যারেটের হবে তার বেশি নয়। আবার, ফ্রাঙ্ক ডার্লিংয়ের প্রতিষ্ঠাতা কেগান ফিশারের মতে, আংটির দু’পাশের হীরেগুলি প্রায় ১ ক্যারেট করে।

আরও পড়ুন: তিনিই মহারাজ, বুঝে গেল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিল এভাবেও ঘুরে দাঁড়ানো যা