আজকাল ওয়েবডেস্ক: সব অর্থেই তিনি মহারাজ। সেটাই দেখিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে পাঁচটি উইকেট নিয়ে নিয়ে প্রোটিয়া ব্রিগেডের জয় নিশ্চিত করেন তিনি। ৩৩ রানে ৫ উইকেট নেন কেশব মহারাজ। তাঁর এই ঘূর্ণির মোকাবিলা করতে না পেরে অজিরা হার মানে ৯৮ রানে।

টি-টোয়েন্টি জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া শিবির। ওয়ানডে শুরু হল অন্য ভাবে। ২৯৭ রান তাড়া করতে নেমে অজি অধিনায়ক মিচেল মার্শ ৯৬ বলে ৮৮ রান করেন। বেশ ভালই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু কেশব মহারাজ বল করতে এসে অজিদের রান তোলার গতি কমিয়ে দেয়। বলা ভাল অস্ট্রেলিয়া বেলাইন হয়ে যায়

আরও পড়ুন: নাওরেমের জোড়ায় জয়ে ফিরল ইউকেএসসি, উড়িয়ে দিল এরিয়ানকে

বিধ্বংসী স্পেলে কেশব মহারাজের বলে মারনাস লাবুশেন এলবিডব্লিউ হন। ক্যামেরন গ্রিনকে বোল্ড করেন। জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারিকে দ্রুত ফেরান। অ্যারন হার্ডিও তাঁরই শিকার।

একসময়ে অজিদের রান ছিল এক উইকেটে ৬০। সেখান থেকে কেশব মহারাজের দুরন্ত স্পেলে অস্ট্রেলিয়া হয়ে যায়উইকেটে ৮৯। মার্শ একার হাতে লড়াই চালিয়ে যান। মার্শ ফেরার পরে অস্ট্রেলিয়ার লড়াই শেষ হয়ে যায়পুরোদস্তুর ৫০ ওভার ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া। ৪০.৫ ওভারে অজিদের ইনিংস শেষ হয়ে যায়

এর আগে দক্ষিণ আফ্রিকা অবশ্য বেশ ভাল ব্যাটিং পারফরম্যান্স তুলে ধরে। আইডেন মার্করাম ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংসঅধিনায়ক তেম্বা বাভুমা ৬৫ রান করেন। ব্রিৎজকও ৫৬ বলে ৫৭ রান করেন। মুলডা ২৬ বলে চটজলদি ৩১ রান করায় প্রোটিয়া ব্রিগেডউইকেটে ২৯৬ রান করে। অজি বোলারদের মধ্যে ট্রাভিস হেড ৯ ওভার হাত ঘুরিয়ে ৫৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকার রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড ও মার্শ বেশ ভাল শুরু করেন। এই দুই ব্যাটার ছাড়া অজিদের ইনিংসে কেউই রুখে দাঁড়াতে পারলেন না। অস্ট্রেলিয়াকে মোক্ষম ধাক্কা দিলেন কেশম মহারাজ। 

এর আগে টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েলের। তাঁর ব্যাট কথা বলে ওঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ম্যাড ম্যাক্সের অপরাজিত হাফ সেঞ্চুরি অজিদের টি-টোয়েন্টি সিরিজ ২-১-এ জিতে নিতে সাহায্য করে। 

৩৬ বলে ৬২ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ১৭৩ রান তাড়া করতে নেমে অজিরা এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। কিন্তু প্রথম ওয়ানডেতে হেরে গেল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: 'পরবর্তী কোহলি ও, কোহলির বিরাট অভাবও পূরণ করবে...', এশিয়া কাপের দল ঘোষণার পরেই এই ক্রিকেটারকে নিয়ে