আজকাল ওয়েবডেস্ক: পর্তুগালের ঐতিহ্যবাহী সেন্ট জুলিয়ান্স স্কুলে সন্তানদের ভর্তি করতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সিআর সেভেনের সেই অনুরোধ প্রত্যাখ্যাত হয় বলেই খবর পর্তুগালের সংবাদমাধ্যমে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো এবং জর্জিনা রডরিগেজ লিসবনে ফিরতে চেয়েছিলেন। তাঁদের প্রাসাদোপম বাড়ি তৈরি হচ্ছে লিসবনের কাছে। লিসবনে পাকাপাকি ভাবে থাকতে হলে সন্তানদেরও সেখানকার স্কুলে পড়াতে হবে। কিন্তু বিশ্বখ্যাত ফুটবলারের সেই পরিকল্পনা ধাক্কা খায়।
রোনাল্ডো ও জর্জিয়াকে সেন্ট জুলিয়ান স্কুলে দেখা গিয়েছিল বলে রিপোর্ট। সেন্ট জুলিয়ান স্কুলের বেশ নাম রয়েছে পর্তুগালে। সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়ারা সেই স্কুলে পড়াশোনা করে। রোনাল্ডো ও জর্জিনা তাঁদের সন্তানদের স্কুলে ভর্তির জন্য সেই স্কুলে গিয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষ রোনাল্ডো-জর্জিনার আবেদন প্রত্যাখ্যান করে। কারণ হিসেবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, রোনাল্ডোর সন্তানদের থেকে বাকি ছাত্রছাত্রীদের বাঁচাতে চেয়েছে স্কুল। কারণ রোনাল্ডোর ছেলেমেয়েরা সেই স্কুলে পড়লে তাদের নিয়ে প্রচুর খবর হবে সংবাদমাধ্যমে।
স্কুল নিয়েও খবরাখবর প্রকাশিত হবে সংবাদমাধ্যমে। সেটাই চায় না স্কুল কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর কেরিয়ারের সায়াহ্নে পৌঁছেও গোলের পর গোল করে চলেছেন। হাজার গোলের মাইলস্টোন ছোঁয়াই পর্তুগিজ মহাতারকার স্বপ্ন।
