আজকাল ওয়েবডেস্ক:‌ টানা দু’‌বার। বর্ষসেরা ফুটবলারের তালিকায় তিনি নেই। তাতে কী হয়েছে!‌ গোল করা থামছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।


এবার হ্যাটট্রিক করলেন রোনাল্ডো। সহজ জয় পেল তাঁর দল আল নাসেরও। প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে রিও এভের মুখোমুখি হয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে ৪–০ ব্যবধানে জয় পেল তারা।


মরসুমের শুরু থেকেই যে তিনি ছন্দে রয়েছেন তা প্রমাণ হয়ে গেল। প্রতিপক্ষ আটকাতেই পারেনি ৪০ বছরের সিআর সেভেনকে। প্রস্তুতি ম্যাচে রোনাল্ডোর দল মুখোমুখি হয়েছিল তাঁরই দেশের ক্লাবের। ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল আল নাসেরের। দলের হয়ে ১৫ মিনিটে প্রথম গোল করেন মহম্মদ সিমাকান। এর পর বাকি ম্যাচ শুধু রোনল্ডোময়।

 

আরও পড়ুন:‌ দলে থাকছেন কিন্তু সুযোগ মিলছে না, হতাশ ছেলেকে আশ্বাস দিয়েছে কোচ গম্ভীর, জানালেন ঈশ্বরনের বাবা


৪৪ মিনিটে প্রথম গোল পান রোনাল্ডো। জায়ো ফেলিক্সের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দ্রুত গতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন রোনাল্ডো। পোস্টের ডান দিক থেকে আলতো টাচে প্রতিপক্ষের একাধিক ফুটবলারকে ধোঁকা দিয়ে গোল করেন তিনি। ৬৩ মিনিটে রোনাল্ডো দ্বিতীয় গোলটি করেন হেড থেকে। তৃতীয় গোলটি ৬৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই পর্তুগিজ স্ট্রাইকার। রোনাল্ডোর দ্বিতীয় গোলের ১ মিনিট আগে আল নাসেরের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাদিও মানে।


প্রসঙ্গত, গত মরসুমেই আল নাসেরের সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন রোনাল্ডো। ২০২৭ পর্যন্ত সৌদির ক্লাবের হয়েই খেলবেন তিনি। আর তিনি যে আসন্ন মরসুমের আগে ছন্দে রয়েছেন তা বুঝিয়ে দিলেন।


এদিকে, আগামী বছর রয়েছে ফুটবল বিশ্বকাপ। এটাই সম্ভবত মেসি ও রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে চলেছে। কিন্তু তার আগে যে খবর সামনে এল তা হল টানা দু’‌বার ব্যালন ডি’‌অর পুরস্কারের জন্য মনোনয়নই পেলেন না এই দুই কিংবদন্তি ফুটবলার। এর বদলে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে উঠে এলেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, ঔসমানে ডেম্বলে, মহম্মদ সালাহরা।

 

আরও পড়ুন:‌ ডুরান্ডেই শক্তি পরীক্ষা করে নিতে চান মোলিনা, তিন অজি তারকাকে নথিভুক্ত করল মোহনবাগান ...


প্রসঙ্গত, গত প্রায় ২০ বছর ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন রোনাল্ডো ও মেসি। দুই মহারথীর দ্বৈরথ দেখতে এখনও মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। এবার সেই যুগের অবসান হতে চলেছে। সেরকমই ইঙ্গিত মিলল ব্যালন ডি’অর তালিকায়। কারণ লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ব্যালন ডি’অরের ৩০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হল। যার অর্থ ২০২৫ সালে সেরা ফুটবলারের শিরোপা উঠবে না এলএমটেন বা সিআর সেভেনের হাতে। তবে এই প্রথম নয়। এর আগে ২০২৪ সালেও ব্যালন ডি’অর তালিকায় নাম ছিল না দুই মহারথীর। অর্থাৎ পরপর দুই মরশুম বিশ্বসেরার দৌড়ে নেই দুই মহারথী।

এটা ঘটনা, ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবার জিতেছেন। অন্যদিকে ২০০৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত মনোনয়ন ছিল মেসির। তাঁর দখলে রয়েছে ৮টি ব্যালন ডি’অর।