আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করলেন, তাঁর দল আল নাসের পৌঁছে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে।
জাপানের ইয়াকোহামা এফ-মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে শেষ চারের ছাড়পত্র পেল সৌদি আরবের আল নাসের। এর আগে আল আহলি থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল।
আল নাসের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল। মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে ব্যাকহিল করে সুযোগও তৈরি করেন। কিন্তু সেই যাত্রায় গোল হয়নি।
২৭ মিনিটে গোল করে এগিয়ে যায় আল নাসের। জন দুরানের গোলের পরে সাদিও মানে ব্যবধান বাড়ান আল নাসেরের হয়ে। ৩৮ মিনিটে গোল করেন রোনাল্ডো। ব্রোজোভিচের শট গোলকিপার কোনও রকমে বাঁচালে ফিরতি বল থেকে গোল করেন রোনাল্ডো।
চলতি মরশুমে রোনাল্ডো সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্নামেন্টেও ৭ ম্যাচে ৮ গোল হয়ে গেল পোর্তুগিজ মহাতারকার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ব্যবধান বাড়ান জন দুরান। ইয়াকোহামা ৫২ মিনিটে ব্যবধান কমায়। ৬৬ মিনিটে রোনাল্ডোকে তুলে নেওয়া হয়। সামনে সেমিফাইনাল, সেই কারণে সিআর সেভেনকে বেশিক্ষণ মাঠে রাখেননি আল নাসেরের কোচ। খেলার শেষের দিকে ইয়াকোহামা ১০ জনে নেমে যায়।
সেমিফাইনালে আল নাসেরের সামনে কাতারের আল সাদ বা জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের।
