আজকাল ওয়েবডেস্ক: সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে খেলতে যাওয়ার পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি রোনাল্ডো ও তাঁর বান্ধবীকে হুমকি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, নাকি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এরপরই নড়েচড়ে বসেছেন সিআরসেভেন। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থায় দ্রুত ও গুরুতর পরিবর্তন আনা হয়েছে।
একটি সূত্রে দাবি করা হয়েছে, ‘মিডল ইস্টে একদম সাধারণ জীবন কাটান রোনাল্ডো ও তাঁর পরিবার। কিন্তু কিছুদিন ধরে ফুটবলার ও তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে।’
পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা নিজের ও তাঁর পরিবার ও আত্মীয় স্বজনদের নিরাপত্তা আরও ঢেলে সাজিয়েছেন। ইতিমধ্যেই রোনাল্ডো তাঁর সন্তানদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়েছেন। রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যানাল টাস্কফোর্সকে আরও ঢেলে সাজানো হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এই খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোনাল্ডোর দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছে ক্লদিও মিগুয়েল ভাজকে। হাই রিস্ক এরিয়া, ম্যাচ ও অনুশীলনের সময় রোনাল্ডোকে চোখে চোখে রাখছেন নিরাপত্তারক্ষীরা।
সন্তানদের স্কুল যাওয়া আসার সময়েও সঙ্গে থাকছে নিরাপত্তারক্ষীরা। বান্ধবীর জন্য তো বটেই।
