আজকাল ওয়েবডেস্ক: ফুটবলদুনিয়া একসময়ে দ্বিধাবিভক্ত থেকেছে লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে। 
 
 অনেকেই বলে থাকেন, কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মেসি ছাপিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। কিন্তু মেসির দেশের প্রাক্তন ফুটবলার ও বোকা জুনিয়র্সের কিংবদন্তি হুগো অরল্যান্ডো কিন্তু দুই মহাতারকার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে ভোট দিয়েছেন পর্তুগিজ সুপারস্টারকেই। 
মেজর লিগ সকারে খেলেছেন আর্জেন্টাইন মেসি। সেই লিগকে 'কৃষকদের লিগ' বলে কটাক্ষ করেছেন অরল্যান্ডো। উলটে সৌদি আরবের লিগকে গুরুত্ব দিয়েছেন অরল্যান্ডো। রোনাল্ডো ও মেসিকে নিয়ে তুলনা প্রসঙ্গে অরল্যান্ডো বলছেন, ''সৌদি আরবের লিগে খেলা কঠিন। সবাই ওখানে খেলে। ওরা তোমাকে তাড়া করবে। মেরে ফেলবে। ক্রিশ্চিয়ানোর গতি এখন আগের থেকে কমে গিয়েছে। তবুও ও কিন্তু ফেনোমেনন। সীমাবদ্ধতা নিয়ে থাকা রোনাল্ডো এখনও কিন্তু মেসির থেকে ভাল। মেসি কোথায় খেলেছে? বার্সায় আর আর্জেন্টিনার জাতীয় দলে? মেসি অন্য ক্লাবে খেলার দিকে ঝোঁকেনি।''
এর আগে এই অরল্যান্ডো মেসি প্রসঙ্গে বলেছেন, কাতার বিশ্বকাপ জয়ের পিছনে মেসির থেকে অবদান বেশি এমিলিয়ানো মার্টিনেজের। আর্জেন্টাইন গোলকিপারের পায়ে চুম্বন করা উচিত সবার। এবার সেই অরল্যান্ডোই বললেন, গতি হারানো, আগের থেকেও শ্লথ হয়ে যাওয়া রোনাল্ডো আর্জেন্টাইন মহাতারকা মেসির থেকেও ভাল।
কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে লিও মেসিই অসম্মানিত হচ্ছেন তাঁর দেশের প্রাক্তন ফুটবলারের কাছ থেকে।
