আজকাল ওয়েবডেস্ক: আচমকাই সমস্যা পদ্মাপাড়ের ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিল সে দেশের অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে চিন্তাভাবনার জন্য কয়েকদিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু ফারুক আহমেদ এদিন জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে ফারুক আহমেদ বলেছেন, ''সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না। কিন্তু কেন রাখতে চাইছে না, সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না।''
ফারুক সরতে রাজি নন। কিন্তু সেদেশের সরকার তাঁকে জোর করে সরিয়ে দিলে কিন্তু আইসিসি-র নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেট।
এদিকে পদ্মাপাড়ের ক্রিকেটে খবর বিসিবি-র সভপতি হতে পারেন আমিনুল ইসলাম। কিন্তু বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, তাঁকে সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি। তবে বিসিবি-তে একটি দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায় সরকার।
আমিনুল ইসলাম এখন আইসিসি-তে কর্মরত। তিনি আইসিসি-কে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁর সাহায্য চাইছে। আইসিসি-ও তাতে রাজি হয়েছে বলেই জানিয়েছেন আমিনুল ইসলাম।
